একসঙ্গে দুটি দায়িত্ব সামলাচ্ছিলেন শ্রীধরণ শ্রীরাম। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং অস্ট্রেলিয়ার জাতীয় ক্রিকেট দলের স্পিন বোলিং কোচের পদে ছিলেন। তবে এবার আইপিএলের চাকরিতে আরও সময় দিতে অস্ট্রেলিয়ার দায়িত্ব ছেড়ে দিয়েছেন তিনি।

আইপিএলে দলের সংখ্যা বেড়েছে, ফলে আসরের দৈর্ঘ্য এবং প্রতিযোগিতাও বেড়েছে। এমন পরিস্থিতে শ্রীরামের মনে হচ্ছিল, তিনি ঠিকঠাক আইপিএলের দায়িত্বটিতে মনোনিবেশ করতে পারছেন না। আইপিএলে মনোযোগ দিতে তাই অস্ট্রেলিয়ার কোচের পদ থেকে ইস্তফা দিলেন এই কোচ। পদত্যাগের খবর জানিয়ে শ্রীরাম বলেছেন, ‘টানা ছয় বছর এই দায়িত্ব সামলেছি। খারাপ লাগলেও কাজটা ছাড়ার সিদ্ধান্ত নিতেই হল।’

আরও পড়ুন >> বর্ষসেরা ওয়ানডে একাদশের টুপি পেলেন মুশফিক

এখনই অস্ট্রেলিয়ার দায়িত্ব ছাড়ার উপযুক্ত সময় মনে হয়েছে শ্রীরামের, ‘আমার মনে হয়েছে সরে যাওয়ার এটাই উপযুক্ত সময়। দুটি বিশ্বকাপ এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির জন্য ওদের পর্যাপ্ত সময় দিয়েছি। বিশ্বকাপ, অ্যাশেজ এবং তিন ধরনের ক্রিকেটে কাজ করার অভিজ্ঞতা দুর্দান্ত। আমি নিজেও প্রচুর জ্ঞান অর্জন করে সমৃদ্ধ হয়েছি।’

২০১৬ সালে সাবেক ভারতীয় স্পিন অলরাউন্ডার শ্রীরামকে নিয়োগ দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। গত ছয় বছর অজি স্পিনার নাথান লায়ন, অ্যাস্টন আগার, মিচেল সোয়েপসনদের নিয়ে কাজ করেছেন তিনি। ২০১৯ সালে বেঙ্গালুরুর দায়িত্বও নেন, তখন থেকেই দুটি দায়িত্ব নিয়ে হিমশিম খাচ্ছিলেন। অবশেষে আইপিএলের দায়িত্বটিকে গুরুত্ব দিয়ে অস্ট্রেলিয়ার কোচের পদ ছাড়ার সিদ্ধান্ত নিলেন তিনি।

আরও পড়ুন >> আইপিএলই মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে ক্রিকেটকে

বিদায় বেলায় অস্ট্রেলিয়ার স্পিন বোলার অ্যাডাম জাম্পা প্রশংসায় ভাসিয়েছেন শ্রীরামকে, ‘শ্রীরামের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ। তার কাজের প্রতি আমার প্রচণ্ড শ্রদ্ধা রয়েছে। আমার ক্রিকেট জীবনে শ্রীরামের অনেক অবদান রয়েছে।’

এইচএমএ