নিজের দ্বিতীয় ওভারে এসে বাংলাদেশকে জোড়া সাফল্য এনে দিলেন শেখ মেহেদি হাসান। পাওয়ারপ্লেতে জিম্বাবুয়ে খুইয়ে বসেছে তিন উইকেট।

জিম্বাবুয়ে শুরুটা করেছিল ভালোই। তিন ওভার শেষে তুলে ফেলেছিল ২৯ রান। এরপরই নাসুম আঘাত হানেন জিম্বাবুয়ে ইনিংসে। 

স্বাগতিকদের রানের চাকা কিছুটা থেমে যায় এরপরই। শেষ তিন ওভারে যে দলটা তুলেছে ১৬ রান। তবে বড় আঘাতটা টের পেয়েছে শেষ ওভারে।

নিজের দ্বিতীয় ওভার করতে আসা শেখ মেহেদি ওভারের দ্বিতীয় বলে তুলে নেন মাধেভেরেকে। তখনো অবশ্য অধিনায়ক আরভিন আর আগের দুই ম্যাচের পারফর্মার সিকান্দার রাজা ছিলেন উইকেটে। তাই জিম্বাবুয়ের বড় রানের আশাটাও টিকে ছিল বেশ।

জিম্বাবুয়ের সেই আশার পালটা ছিঁড়েছে পরের বলেই। উইকেটে এসেই আগ্রাসী হতে গিয়ে ফাইন লেগে ক্যাচ দিয়েছেন সিকান্দার রাজা। ফলে জিম্বাবুয়ে পাওয়ারপ্লে শেষ করতেই খুইয়ে বসে ৩ উইকেট।

পরিসংখ্যান বলে পাওয়ারপ্লেতে একাধিক উইকেট খুইয়ে ফেলা মোটেও ভালো কিছুর আভাস দেয় না। যদি খুইয়ে বসেন তিন উইকেট, তাহলে শতকরা জয়ের হারটা নেমে আসে বিশের ঘরে। ফলে পাওয়ারপ্লেতে ৩ উইকেট খুইয়ে বড় বিপদেই পড়ে গেছে স্বাগতিকরা।

এনইউ/এটি