তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে হেরে আজ রোববার সিরিজ বাঁচানোর লড়াইয়ে জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাব মাঠে এদিনও টস হেরে ব্যাট করতে নেমে দুই ওপেনার তামিম ইকবাল ও এনামুল হক বিজয়ের ব্যাটে ভালো শুরু পায় সফরকারীরা। তবে ৬ রানের ব্যবধানে দুইজন আউট হলে বিপদে পড়ে বাংলাদেশ।

প্রথম পাওয়ার প্লের ১০ ওভারে ৬২ রান তোলা বাংলাদেশ দল তামিম-বিজয়ের ব্যাটে ভালোই এগিয়ে যায়। দুর্দান্ত ব্যাটিংয়ে অর্ধশতক তুলে নেন অধিনায়ক তামিম। ৪৩ বলে ফিফটি ছোঁয়ার পর অবশ্য নিজের ইনিংসটাকে আর টানতে পারেননি এই বাঁহাতি। ১০ চার ও ১ ছয়ে ৪৫ বলে ৫০ রান করে আউট হয়ে যান। খানিক পর বিজয় ২০ করে রান আউটে কাটা পড়েন।

৬ রানের ব্যবধানে ২ উইকেট হারায় সফরকারীরা। দলীয় ৭২ রানে দুইজন আউট হলে দলের হাল ধরেন মুশফিকুর রহিম ও একাদশে ফেরা নাজমুল হোসেন শান্ত। কিন্তু ইনিংসের ২৪তম ওভারের শুরুর বলে পার্টটাইমার মাধেভেরেকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ হয়ে ফেরেন মুশফিক। ৩১ বলে ২৫ রান করেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান।

এরপর নতুন ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে লড়াই করছেন শান্ত। এই প্রতিবেদন লেখার সময় ২৫ ওভারের খেলা শেষে ৩ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ১২৯ রান। যেখানে শান্ত ৪৪ বলে ২৯ এবং মাহমুদউল্লাহ ৫ বলে ১ রানে ব্যাটিং করছেন।

এই ২৫ ওভারে বাংলাদেশ ১৭ চার ও ১ ছয়ে বাউন্ডারি থেকেই তুলেছে ৭৪ রান। ১৫০ বলের মধ্যে অর্ধেকের বেশি অর্থাৎ ৮৮টি বল ডট দিয়েছেন তামিমরা।

টিআইএস/এনইউ/এটি