কিয়েরন পোলার্ডকে এককথায় ‘বিধ্বংসী’ অলরাউন্ডার বলা যায়। মিডল অর্ডারে তার ব্যাটিং তাণ্ডব আর বল হাতে গুরুত্বপূর্ণ সময়ে কার্যকরী মিডিয়াম পেস, সঙ্গে বাজপাখির মতো ফিল্ডিং দিয়ে নিজেকে টি-টোয়েন্টি ক্রিকেটের এক লোভনীয় প্যাকেজ হিসেবে তৈরি করেছেন। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে বাজিমাত করা এই অলরাউন্ডার এবার নিজেকে নিয়ে গেলেন অনন্য উচ্চতায়, প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৬০০ ম্যাচ খেলার বিশ্বরেকর্ডের মালিক এখন পোলার্ড।
 
২০০৬ সালে ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে অভিষেক হয় পোলার্ডের। গত ১৬ বছরে জাতীয় দল এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে ৬০০ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। এই ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কত্বও করেছেন মারকুটে এই অলরাউন্ডার।

আরও পড়ুন >> তামিমদের জরিমানা করল আইসিসি

ইংল্যান্ডের দ্য হান্ড্রেড প্রতিযোগিতায় ম্যানচেস্টার অরিজিনালসের বিপক্ষে লন্ডন স্পিরিটের হয়ে মাঠে নেমে ৬০০তম টি-টোয়েন্টি ম্যাচ খেলার অনন্য নজির গড়েন পোলার্ড। ক্যারিয়ারের ৬০০তম টি-টোয়েন্টি ম্যাচে ব্যাট হাতে যথারীতি তাণ্ডব চালিয়েছেন তিনি, এদিন ১ চার এবং ৪ ছয় সহযোগে মাত্র ১১ বলে ৩৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। এই ম্যাচে অবশ্য বল হাতে তোলেনি ত্রিনিদাদে জন্ম নেওয়া এই ক্রিকেটার।
 
এই বছর আইপিএল চলাকালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন পোলার্ড। ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই অধিনায়ক দেশের হয়ে ১২৩ ওয়ানডে এবং ১০১ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে উইন্ডিজের নেতৃত্ব দিয়েছেন তিনি। তবে দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে কখনো ক্রিকেটের অভিজাত ফরম্যাট টেস্টে খেলা হয়নি তার।

আরও পড়ুন >> চমক দিয়ে ভারতের এশিয়া কাপ দল ঘোষণা

টি-টোয়েন্টি ক্যারিয়ারে এখন পর্যন্ত ৬০০ ম্যাচে ১১ হাজারের ওপর রান করেছেন পোলার্ড, উইকেট নিয়েছেন ৩০৯টি। কুড়ি ওভারের ক্রিকেটে একটি শতক ও ৫৬টি অর্ধশতক রয়েছে তার।
 
এইচএমএ/এটি