দ্বিশতকের পথে পৃথ্বি/ছবি: টাইমস অফ ইন্ডিয়া

একেই বলে শুরুতেই বাজিমাত। বিজয় হাজারে ট্রফিতে মুম্বাইকে প্রথমবার নেতৃত্ব দিতে নেমেই রেকর্ড গড়লেন পৃথ্বি শ। ১৫২ বলে ২২৭ রানের অপরাজিত ইনিংসে ইতিহাসে নাম লেখালেন তিনি। 

ভারতের ঘরোয়া একদিনের ম্যাচের টুর্নামেন্টের ম্যাচে বৃহস্পতিবার পন্ডিচেরির বিপক্ষে জয়পুরে ঝড় তোলেন ২১ বছর বয়সী এই ব্যাটসম্যান। পৃথ্বির টর্নেডো ইনিংসে ৫০ ওভার খেলে ৩১ চার ও ৫ ছক্কায় পেয়ে যান ডাবল সেঞ্চুরি। এটিই লিস্ট ‘এ’ ক্রিকেটে কোনো অধিনায়কের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস।

৪৫ বছরের বেশি পুরনো রেকর্ড ভাঙলেন তিনি। দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি গ্রায়েম পোলক ১৯৭৪ সালের অক্টোবরে ইস্টার্ন প্রভিন্সের হয়ে বোর্ডারের বিপক্ষে করেন অপরাজিত ২২২ রান। তাকে ছাড়িয়ে গেলেন পৃথ্বি। ভারতের ঘরোয়া একদিনের ক্রিকেটে তিনি খেললেন সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। টপকে গেলেন ২০১৯ সালে কেরালার হয়ে গোয়ার বিপক্ষে সাঞ্জু স্যামসনের করা ২১২ রানের ইনিংস।

পৃথ্বির ইনিংসে ছিল ৩১ চার। লিস্ট ‘এ’ ক্রিকেটে যা ব্যক্তিগত ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ চারের রেকর্ড। শীর্ষে এখানে রোহিত, তার ২৬৪ রানের ইনিংসে চার ছিল ৩৩টি।

লিস্ট ‘এ’ ক্রিকেটে পৃথ্বির ইনিংসটি ভারতীয় কোনো ব্যাটসম্যানের তৃতীয় সর্বোচ্চ। ২০১৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে রোহিত শর্মার ২৬৪ সর্বোচ্চ ইনিংসের রেকর্ড। লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের  রেকর্ড অ্যালিস্টার ব্রাউনের। সারের হয়ে ২০০২ সালে গ্ল্যামরগনের বিপক্ষে ১৬০ বলে ২৬৮ করেন ব্রাউন।

পৃথ্বির ডাবল সেঞ্চুরিতে ৫০ ওভারে মুম্বাই করেছে ৪ উইকেটে ৪৫৭। এটিও রেকর্ড। ভারতের ঘরোয়া একদিনের ম্যাচে সর্বোচ্চ দলীয় স্কোর। দিন কয়েক আগে ঝাড়খণ্ডের ৪২২ রানের রেকর্ড টপকে গেল মুম্বাই।

এটি/এনইউ