ছক্কা মেরে কোহলির ৫০, চাপে পাকিস্তান
দারুণ শুরুর পরও নিয়মিত বিরতিতে উইকেট খুইয়ে খানিকটা চাপেই পড়ে গিয়েছিল ভারত। তবে বিরাট কোহলির ফিফটিতে সে চাপটা উল্টো ফেরত গেছে বাবর আজমদের ওপরই!
পাকিস্তানের বিপক্ষে শেষ ৩ টি-টোয়েন্টির দুই ম্যাচেই ৫০ রান করেছেন কোহলি। গেল সপ্তাহে এশিয়া কাপের প্রথম ম্যাচে সেই ধারায় ছেদ পড়েছিল। তবে আজকের ম্যাচে আবারও সেই ধারায় ফিরলেন সাবেক ভারতীয় অধিনায়ক।
বিজ্ঞাপন
আজ টস হেরে ব্যাট করতে নেমে ভারত শুরুটা ভালোই করেছিল। তবে পাওয়ারপ্লের শেষ ওভারে রোহিত শর্মাকে হারায় দলটি। তার বিদায়ের পর উইকেটে আসেন কোহলি। এসেই ফিরতে দেখলেন রাহুলকে। এরপর সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত, আর হার্দিক পান্ডিয়াকে ফিরে যেতে দেখেছেন তিনি।
তবে এক পাশ আগলে রেখে তিনিই ভারতকে দেখিয়েছেন লড়াকু রানের দিশা। এরপর ১৮তম ওভারের শেষ বলে মোহাম্মদ হাসনাইনকে কাউ কর্নার দিয়ে ছক্কা মেরে পূরণ করেন ফিফটি।
বিজ্ঞাপন
এনইউ