ইনিংস ব্যবধানে জয়ের জন্য বাংলাদেশের দরকার ছয় উইকেট
আগের দিন স্পিন ভেলকি দেখিয়েছিলেন তানভীর, দেখালেন দ্বিতীয় দিনেও। মাঝে সেঞ্চুরি থেকে আট রান দূরে আউট হয়ে আক্ষেপ বাড়ালেন ইয়াসির আলি রাব্বি। তবে তাতে বাংলাদেশের দাপুটে দিনে পার্থক্য হলো না কোনো। আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে ইনিংস ব্যবধানে জিততে তাদের ১২৭ রান তোলার আগেই ছয় উইকেট নিতে হবে বাংলাদেশ ইমার্জিং দলকে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ ৯ উইকেট হাতে রেখে। হাফ সেঞ্চুরি থেকে ১ রান দূরে থেকে দিনের প্রথম ব্যাটসম্যান হিসেবে সাজঘরের পথ ধরেন সাইফ হাসান। ৪ চারে ১২৭ বলে ৪৯ রান করে গ্রাহাম হিউমির শিকার হন তিনি।
বিজ্ঞাপন
হাফ সেঞ্চুরির দেখা পাননি আগের দিন তার সঙ্গী মাহমুদুল হাসান জয়ও। ৬ চারে ৭৭ বলে ৪২ রান করে আউট হন তিনি। তবে ইনিংস লম্বা করেন বহুদিন ধরেই জাতীয় দলের আশেপাশে থাকা ইয়াসির আলি। যদিও শেষ পর্যন্ত সেঞ্চুরি করতে পারেননি। ৮ চার ও ৫ ছক্কায় সাজানো তার ইনিংসটি থামে ১১৫ বলে ৯২ রান করে।
এরপর তৌহিদ হৃদয়ের ৩৬, শাহাদাত হোসেন ২০ ও আকবর আলীর ১৯ রানের ইনিংসে বেশ বড় সংগ্রহ পায় বাংলাদেশ ইমার্জিং দল। অলআউট হওয়ার আগে তারা তুলে ৩১৩ রান।
বিজ্ঞাপন
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও সুবিধা করতে পারেনি আয়ারল্যান্ড উলভস। ৩৫ রান তুলতেই তারা হারিয়ে ফেলেছে চার উইকেট। যার তিনটিই নিয়েছেন আগের ইনিংসে পাঁচ উইকেট নেওয়া অফ স্পিনার তানভীর।
৭ ওভার হাত ঘুরিয়ে তিন মেইনডেনসহ ৯ রান দিয়ে তিন উইকেট পেয়েছেন তিনি, বাকি এক উইকেট নিয়েছেন এবাদত হোসেন। আয়ারল্যান্ডের পক্ষে অধিনায়ক হ্যারি ট্যাক্টর ২ ও কুটিশ ক্যাম্পার ২ রান নিয়ে তৃতীয় দিন শুরু করবেন।
এমএইচ