চলতি এশিয়া কাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিয়েছে বাংলাদেশ। তারপরও এশিয়া কাপ নিয়ে এদেশের ক্রিকেট প্রেমীদের বাড়তি এক আগ্রহ রয়েছে। সেই তালিকায় আছেন খোদ জাতীয় দলের পেসার রুবেল হোসেনকে। গতকাল মঙ্গলবার রাতে উত্তেজনাপূর্ণ ম্যাচে ভারতকে হারানোর পর শ্রীলঙ্কা দলকে জানিয়েছেন অভিনন্দন রুবেল। 

ইনজুরির কবলে পড়ে অনেকদিন ধরেই জাতীয় দলের বাইরে আছেন রুবেল হোসেন। এমন কী মাঠের অনুশীলনেও তাকে দেখা যায় না, জানা গেছে দীর্ঘদিন ধরে ব্যাক পেইনে ভুগছেন এই পেসার। তবে মনটা রুবেলের সেই মাঠেই পড়ে থাকে। দলের বাইরে থাকায় খেলা হলেই দেখা যায় ফেসবুক পোস্টে অভিনন্দন বার্তা জানাচ্ছেন বাংলাদেশ দলকে।

যদিও এবার অভিনন্দন বার্তাটা বাংলাদেশ দলের জন্য দেননি রুবেল। গতকাল তিনি শ্রীলঙ্কার জয়ের পর দলটিকে অভিনন্দন জানিয়ে লিখেছেন টি-টোয়েন্টিতে টপ টিম, টপ প্লেয়ার ম্যাটার করে না। যারা ভালো করবে, কম ভুল করবে দিনটি তাদেরই হবে।

ব্যক্তিগত ফেসবুক পোস্টে রুবেল লিখেছেন, ‘এটা টি-টোয়েন্টি ফরম্যাট এখানে টপ টিম, টপ প্লেয়ার ম্যাটার করে না। যেদিন যারা ভালো খেলবে যারা কম ভুল করবে সে দিনটি তাদেরই হবে! অসাধারণ খেলেছে শ্রীলঙ্কা, কংগ্রেচুলেশন।’

শ্রীলঙ্কার কাছে এমন হারের পর ভারতের ফাইনালের মঞ্চে যাওয়া এক প্রকার অনিশ্চিতই হয়ে গেছে। কেননা, ফাইনাল খেলতে হলে ভারতের সামনে এখন অপেক্ষা করছে অনেক যদি ও কিন্তু!

এসএইচ/এটি