শান্তর উচিত আস্থার প্রতিদান দেওয়া
বাংলাদেশের বিশ্বকাপ দল নিয়ে আলোচনার ঝড় থামছেই না! অক্টোবরে অস্ট্রেলিয়ার মাঠে শুরু হতে যাওয়া বিশ্বকাপের জন্য একদিন আগেই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই দলে জায়গা হয়নি অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদের, কিন্তু বলার মত পারফর্ম না করেই দলে যুক্ত হয়েছেন ওপেনার নাজমুল হোসেন শান্ত। এই দুটো প্রসঙ্গই জন্ম দিচ্ছে বিতর্কের।
অবশ্য তেমন বিতর্কের স্রোতে নিজেকে সামিল করছেন না দেশসেরা কোচ ও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম। তিনি বরং চোখ রাখছেন সামনে। ফাহিম চাইছেন শান্ত যেন বিশ্বকাপের ম্যাচে জায়গা পেয়ে নির্বাচকদের আস্থার প্রতিদান দেন।
বিজ্ঞাপন
দলে নেই আরেক ওপেনার সৌম্য সরকার। এ অবস্থায় শান্ত ভালো করবে নাকি সৌম্য থাকলে ভালো করতো এমন প্রশ্নে দেশসেরা কোচ ফাহিম জানালেন, ‘শান্তর উপরই হয়তো আস্থা বেশি রেখেছে। আমি চাই শান্ত সে আস্থার প্রতিদান দিক।’ ঢাকা পোস্টের প্রতিবেদকের সঙ্গে আলাপকালে এমনই কথা শোনালেন দেশসেরা এই কোচ।
ফাহিম বলেন, ‘এটা তো অঙ্কের মত না আসলে, এটা ওভাবে বলা যায় না। খেলার মাঠে যে কেউ যে কোন সময় ভালো করতে পারে। তারপরও শান্তকে যখন নেওয়া হয়েছে নিশ্চয়ই তার ব্যাপারে আস্থা বেশি। যদিও সম্প্রতি এবং আগে শান্তর সেরকম কোন পারফর্ম্যান্স নেই তারপরও কেন তাকে রাখা হলো সিলেক্টররাই ভালো জানেন। তবে হ্যাঁ তার উপর আস্থা যেহেতু দেখিয়েছি কারণ তো আছেই। শান্তরও উচিত হবে সে আস্থার প্রতিদান দেওয়া। আশা করবো সে ভালো খেলবে।’
বিজ্ঞাপন
গতকাল বুধবার দল ঘোষণার পর শান্তর দলে থাকার ব্যাখা করতে গিয়ে গণমাধ্যমে প্রধান নির্বাচক জানান, শান্তর ঘরোয়া পরফর্ম ভালো। সেখানে দুটি সেঞ্চুরি রয়েছে, সবার সিদ্ধান্তেই নেওয়া হয়েছে তাকে দলে। অথচ ঘরোয়া ক্রিকেটে তার যে স্ট্রাইক রেট তাতে টি-টোয়েন্টির মতো মারদাঙ্গা ক্রিকেটে নামটা আসেই না!
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলছিলেন, ‘শান্তর ঘরোয়া পারফর্ম ভালো, এমনকি ঘরোয়া ক্রিকেটে দুটি সেঞ্চুরি রয়েছে এই ক্রিকেটারের। ডমেস্টিক রেকর্ড কিন্তু ওর খুব একটা খারাপ না। টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকরা মিলে ওকে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি।’
নান্নুর এমন মন্তব্যের পর শ্রীরাম জানিয়ে গেলেন শান্তর টেম্পারমেন্টও ভালো রয়েছে। প্রধান নির্বাচকের পর দলের টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম সংবাদমাধ্যমে জানিয়েছেন শান্তর মতোই এমন কাউকে খুঁজছিলেন তিনি। এমনকি জানালেন শান্ত অনেক ভালো খেলোয়াড়, বেশ ভালো টেম্পারমেন্ট আছে তার মধ্যে।
এ নিয়ে শ্রীরাম বলেন, ‘বাউন্সি উইকেটে খেলার মতো সামর্থ্য ওর রয়েছে যে হরিজন্টাল শট খেলতে পারে। তাই আমার মনে হয়, আমরা যে ইমপ্যাক্ট খুঁজছি সেটি ওর মধ্যে রয়েছে। আমি মনে করি সে (শান্ত) অনেক ভালো খেলোয়াড়। আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রয়োজনীয় টেম্পারমেন্ট ওর আছে। আমি অল্পবিস্তর যা দেখেছি, ব্যাটিং করতে দেখেছি; আমার মনে হয়েছে ওর সেই টেম্পারমেন্ট আছে।’
টি-টোয়েন্টি ক্রিকেটে নাজমুল হাসান শান্তর পরিসংখ্যান মোটেও সুখকর নয়। ৯ ম্যাচে ১৮.৫০ গড়ে শান্তর রান ১৪৮, স্ট্রাইকরেট ১০৪.২২। এছাড়া ঘরোয়া টি-টোয়েন্টিতে ৮৯ ইনিংস ব্যাট করে শান্ত করেছেন ১৮৯৬ রান। গড় ২৩.৪০ এবং ১২২.১৬ স্ট্রাইকরেট!
তবে এটা বলা যায় বয়সটাই এগিয়ে রেখেছে শান্তকে। মাত্র ২৪ বছর তার। এবার যদি সুযোগটা কাজে লাগাতে পারেন, তবে অনেক দূর হয়তো যাবেন!
এসএইচ/এটি/এনইউ