এশিয়া কাপের ঠিক আগমুহুর্তে টাইগারদের টেকনিক্যাল কনসালট্যান্টের দায়িত্ব নিয়ে ঢাকায় আসেন সাবেক ভারতীয় ক্রিকেটার শ্রীধরন শ্রীরাম। ঢাকায় পৌঁছে মিরপুরে আসলেও কথা বলেননি গণমাধ্যমে। এরপর দলের সাথে উড়াল দেন এশিয়া কাপের উদ্দেশে দুবাইতে। দেশে ফিরে গতকাল প্রথমবারের মত আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেন শ্রীরাম। সেখানে তিনি বেশ কয়েকজন ক্রিকেটারকে নিয়ে কথা বলেছেন কখনো প্রশংসার জোয়ারে ভাসিয়েছেন। তবে সেটির সঙ্গে একমত হতে পারেননি দেশসেরা কোচ ও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম।

গত বুধবার শ্রীরামের সংবাদ সম্মেলনে একটি কথা ঘুরে ফিরেই এসেছে, সেটা হচ্ছে ‘ইম্প্যাক্ট’। ভারতীয় এই কোচ জানান, তার কাছে পারফর্মারের চেয়ে ইম্প্যাক্টফুল ক্রিকেটারের গুরুত্ব বেশি, আর সেই মানদণ্ডেই উতরে গেছেন নাজমুল হোসেন শান্ত। এখানেই শেষ নয় এছাড়া শেখ মেহেদী হাসানকে অসাধারণ চরিত্র, ইয়াসির আলী রাব্বিকে বলেছেন ‘এক্সাইটিং’ ক্রিকেটার। 

তবে এসব নিয়ে শ্রীরামের সাথে একমত নন দেশসেরা কোচ ফাহিম। ঢাকা পোস্টের সঙ্গে আলাপকালে ফাহিম জানালেন, ভারতীয় এই কোচ এভাবে মূল্যায়ন করার মতো সময় এখনো বাংলাদেশের ক্রিকেটে দেননি। শ্রীরাম এশিয়া কাপের আগে দায়িত্ব নিয়ে এসেছেন। এরপর এশিয়ান শ্রেষ্ঠত্বের আসরে ব্যর্থতার কারণে সময়টা ছোট হয়ে গেছে তার। এরপর ১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ক্যাম্পে যা সময় কাটিয়েছেন। এত অল্প সময়ে খেলোয়াড়দের চেনাটা কঠিন বলেই মনে করেন ফাহিম।

নাজমুল আবেদিন ফাহিম/ফাইল ছবি

এ নিয়ে ফাহিম বলেন, ‘শ্রীরামের কথার সাথে একমত নই আমি, শ্রীরামের এখনো সেই কথা বলার মত অবস্থায় এসেছেন কি না আমি জানিনা। কারণ তিনি আমাদের খেলোয়াড়দের এখনো সেভাবে দেখেননি, সেভাবে বোঝার সুযোগও পাননি। তাই কোন খেলোয়াড়কে না দেখেই এ ধরনের বলাটা, আমাদের এ ধরনের খেলোয়াড় অনেকে ছিল, অনেকেই অনেক কিছু করবে বলে ধারণা ছিল আমাদের…।’

ফাহিম আরোও যোগ করে বলেন, 'তবে নির্বাচকরা যা দল নির্বাচন করেছেন, তাকে আমি সম্মান জানাতে চাই। দলের প্রতি আমার শুভকামনা থাকবে অনেক। অভিনন্দন জানাতে চাই শান্তকে। শ্রীরাম আরো কিছুদিন দলের সাথে থাকলে, ভালোভাবে খেলা দেখলে বুঝতে পারবে।’

এর আগে অভিজ্ঞ রিয়াদকে দলে না রাখার ব্যাখা দিয়ে গতকাল প্রধান নির্বাচক জানান, ‘টেকনিক্যাল কনসালট্যান্ট এক বছরের যে পরিকল্পনা আমাদের দিয়েছেন, সেটা মাথায় রেখে আমরা এগোচ্ছি। সেই অনুযায়ী টিম ম্যানেজমেন্টের সবার সঙ্গে আলোচনা করে সকলের সম্মতিতে মাহমুদউল্লাহকে বাইরে রাখা হয়েছে। তবে রিয়াদ যেহেতু অবসর নেয়নি সেহেতু ঘরোয়াতে আবার পারফর্ম করে দলে আসার সুযোগ থাকছে তার।’

নাজমুল আবেদীন ফাহিমও তেমন সুরেই কথা বললেন, ‘রিয়াদ যেহেতু এখনো অবসর নেয়নি, তার মধ্যে যদি সেই এনার্জি থাকে, রান করার ক্ষুধা থাকে তাহলে সামনে ঘরোয়া টি-টোয়েন্টি লিগ আছে সেখানে ভালো করে আবারো দলে ফিরে আসতে পারবে। যখন রিয়াদ সেখানে নিজেকে প্রমাণ করতে পারবে তখনই সে বলতে পারবে তাকে দলে না নেওয়াটা ভুল ছিল।’

এসএইচ/এনইউ