হৃদরোগে আক্রান্ত হয়ে রোগে মারা গেছেন পাকিস্তানের পেসার শাহজাদ আজম। বাবর আজমদের হয়ে আন্তর্জাতিক ম্যাচ না খেললেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত মুখ ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৬ বছর। 

শাহজাদের মৃত্যুর বিষয়টি সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন পাকিস্তানের ক্রিকেট বিশেষজ্ঞ ফারহান নিসার। টুইটারে তিনি লিখেছেন, ‘ইসলামাবাদের ৩৬ বছর বয়সী ফাস্ট বোলার শাহজাদ আজম হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে আজ সকালে মারা গেছেন।’

পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে অনেক বছর ধরে খেললেও জাতীয় দলের জার্সি গায়ে জড়ানো হয়নি আজমের। প্রথম শ্রেনির ক্রিকেটে ৯৫ ম্যাচ খেলা আজমের উইকেট সংখ্যা ৩৮৮টি। এছাড়া লিস্ট এ ও টি-টোয়েন্টি মিলিয়ে আরও ৮৩টি ম্যাচ খেলেছেন তিনি। পাকিস্তান সুপার লিগে ইসলামাবাদের হয়ে খেলতেন তিনি। ২০১৮ সালে সর্বশেষ ঘরোয়া ক্রিকেটে খেলেছিলেন আজম।

আজমেরর অকালমৃত্যুতে শোক প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক ও বর্তমান বেশকিছু ক্রিকেটার। তালিকায় আছেন ইয়াসির আরাফাত, সোহেল তানভীর, সরফরাজ আহমেদ, ওয়াহাব রিয়াজ ও শান মাসুদসহ অনেকেই।

সতীর্শাথের বিদায়ে শোক প্রকাশ করতে গিয়ে শান মাসুদ তার টুইটারে লিখেছেন, ‘জীবন খুবই অনিশ্চিত। আমার প্রিয় বন্ধু রানা  শাহজাদ আজম ও তার পরিবারের জন্য দোয়া করবেন। এখনো বিশ্বাস করতে পারছি না যে ও আর নেই।’