অদ্ভুত এক ঘটনা ঘটে গেল ভারত এবং দক্ষিণ আফ্রিকা সিরিজের তৃতীয় ম্যাচে। ভারতীয় ইনিংসের সপ্তম ওভার চলাকালে হঠাৎ করে মাঠে প্রবেশ করে একটি সাপ। ঘটনার আকস্মিকতায় ম্যাচটি কিছুক্ষণের জন্য বন্ধ থাকে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও মাঠে গড়ায় খেলা। 

রোববার গৌহাটির মাঠে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকে মারমুখি ভঙ্গিমায় খেলতে শুরু করেন রোহিত শর্মা এবং কে এল রাহুল। রোহিত ৩৭ বলে ৪৩ রান করে ফিরে গেলে অপরপ্রান্ত থেকে অর্ধ-শতক তুলে নেন রাহুল। ব্যক্তিগত ২৮ বলে ৫৭ রান করে ফেরেন এই ওপেনার।

চার নম্বরে নেমে আগ্রাসী ক্রিকেট খেলেন সূর্যকুমার যাদব। সঙ্গ দেন বিরাট কোহলি। ২২ বলে ৬১ রান করে যাদব আউট হলেও ৪৯ রানে অপরাজিত ছিলেন বিরাট। ২৩৭ রানে থামে ভারতের ইনিংস।

 এসএইচ/ এনইআর