ত্রিদেশীয় সিরিজ খেলতে গেল শুক্রবার রাতে নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ে বাংলাদেশ দল। লম্বা ভ্রমণ শেষে একটা দিন বিশ্রামেই ছিল দল। আজ সোমবার বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজের ভিডিওতে দেখা গেল বাংলাদেশ দলের অনুশীলন। ব্লাকক্যাপসদের দেশে ঝলমলে রোদে হাঁটাহাঁটি করছেন টাইগার ক্রিকেটাররা। 

বিসিবির ভিডিওতে দেখা গেছে, দলের সব খেলোয়াড় একসঙ্গে বের হয়েছেন ক্রাইস্টচার্চের সিটিতে। এ সময় কোচিং স্টাফের সদস্যরাও ছিলেন খেলোয়াড়দের সঙ্গে। নুরুল হাসান সোহান-মুস্তাফিজুর রহমানদের দেখে মনে হয়েছে নিউজিল্যান্ডের ঠান্ডা আবহাওয়া উপভোগ করছেন তারা। 

কিউইদের দেশে এখনো শীত রয়েছে যা খেলোয়াড়দের পোশাক-পরিচ্ছদ দেখেই স্পষ্ট বোঝা যায়। ভিডিওতে দেখা গিয়েছে, খেলোয়াড়রা ফটোসেশনে বেশ ব্যস্ত সময় পার করেছেন। বিসিবি প্রকাশিত সেই ভিডিওর ক্যাপশনে লেখা, ‘৩ অক্টোবর ক্রাইস্টচার্চের সেন্ট্রাল সিটির চারপাশে টিম ওয়াক।’  

এর আগে নিউজিল্যান্ড থেকে টাইগার পেসার তাসকিন আহমেদ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন।  ক্যাপশনে ভক্তদের জন্য দিয়েছেন পরামর্শ। নিজের একটা ছবি দিয়ে ডানহাতি পেসার লিখেছেন, ‘ধৈর্য্য ধারণ করুন, সবকিছু আপনার কাছে আসে সঠিক মুহূর্তে।’  

ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে আগামী ৭ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ৯ তারিখ নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে লড়বে টাইগাররা। নিজেদের তৃতীয় ম্যাচে ১২ তারিখ ফের প্রতিপক্ষ স্বাগতিক নিউজিল্যান্ড। সবশেষ গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৩ তারিখ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে সাকিব আল হাসানের দল।

এসএইচ/এটি/এনইআর