নিজেদের ক্রিকেট ইতিহাসে নিউজিল্যান্ডে মাটিতে তাদের বিপক্ষে তিন ফরম্যাটের কোনটিতেই এখনো জয়ের দেখা পায়নি বাংলাদেশ দল। এবার তিনটি ওয়ানডের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি খেলতে দেশ ছেড়েছে টাইগাররা। এবারের সফরে অধরা জয়ের দেখা পেতে দলের টপ অর্ডার ব্যাটসম্যানদের বড় পরীক্ষা দিতে হবে বলে মনে করেন নুরুল হাসান সোহান।

সীমিত ওভারের দুই ফরম্যাটের জন্য ২০ সদস্যের দল নিয়ে গত ২৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছেড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এই স্কোয়াডে একাধিক টপ অর্ডার ব্যাটসম্যান রেখেছে বাংলাদেশ দল। ম্যাচে ভালো ফল করতে হলে তামিম ইকবাল, লিটন কুমার দাস, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্তদের বাড়তি দায়িত্ব নিতে হবে বলে মনে করেন সোহান।

মঙ্গলবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই উইকেটরক্ষক ব্যাটসম্যান বলেন, ‘এর আগে যতবার আমরা নিউজিল্যান্ড সফর করেছি। আমার কাছে মনে হয় এর চাইতে এবার ভালো ফলাফল হবে। সত্যিকার অর্থে ব্যাটসম্যানদের জন্য নতুন বলটা একটু কঠিন হয়ে থাকে। নতুন বলটা সামলে নিতে পারলে পুরাতন বলে ব্যাটিং করা সহজ হয়ে যায়। নিউজিল্যান্ডে ট্রু উইকেট হয়ে থাকে, ফলে বল পুরাতন হলে ব্যাটিং করে মজা পাওয়া যায়।’

টপ অর্ডার ব্যাটসম্যানরা নতুন বল ভালোভাবে সামলাতে পারলে রান করা সহজ হবে বলে মনে করেন বর্তমানে জাতীয় দলের বাইরে থাকা সোহান, ‘নতুন বলে নিউজিল্যান্ডের ওয়েদার ও কন্ডিশনে খেলাটা আসলেই কঠিন। নতুন বলটা যদি পার করতে পারি, মানিয়ে নিতে পারি, ধরেন প্রথম ওভারে একটার বেশি উইকেট না দিই, তাহলে ব্যাটসম্যানদের জন্য রান করা অনেক সহজ হয়ে যাবে।’

২০১৬-১৭ সালে ওয়ানডে ও টেস্ট ফরম্যাটে অভিষেক হয় সোহানের। নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ দলের হয়ে এই দুই ফরম্যাটের জার্সি গায়ে চাপান তিনি। সেখানকার আবহাওয়া আর উইকেট সম্পর্কে বেশ ভালোই ধারণা আছে সোহানের।

তিনি বলেন, ‘আমার ওয়ানডে ও টেস্ট অভিষেক নিউজিল্যান্ডেই হয়েছিল। পুরাতন বলে ব্যাটিং করে মজা পাওয়া যায়। বলটা সুন্দর দেখা যায়। আমাদের দেশে যেমন বলটা পিচে পড়লে আমরা দোমনায় থাকি যে কী হবে। আমার কাছে মনে হয় ট্রু বাউন্স থাকে (নিউজিল্যান্ডে)। অবশ্যই রান করতে হলে কষ্ট করতে হবে।’

টিআইএস/এমএইচ