নিউজিল্যান্ডের তারকা ব্যাটার ড্যারিল মিচেলের ত্রিদেশীয় সিরিজ শেষ। আজ শুক্রবার দলের অনুশীলন করার সময়ে হাতের আঙুলে চোটে পান এই ব্যাটার। এরপর চোট পাওয়া স্থানে এক্সরে করানোর পর দেখা যায় আঙুল ভেঙ্গে গিয়েছে। এ অবস্থায় কিউইদের ত্রিদেশীয় সিরিজের দল থেকে বাদ পড়েছেন মিচেল। জানা গিয়েছে এই ইনজুরিতে অনিশ্চিয়তা দেখা দিয়েছে বিশ্বকাপে খেলা নিয়েও।

এর আগে নেটে ব্যাটিং অনুশীলন করার সময় মিচেল ডান হাতে আঘাত পান, এরপর দ্রুত মাঠ ছাড়েন পরীক্ষা-নিরীক্ষা শেষে ব্ল্যাকক্যাপসদের ফিজিও থিও কাপাকৌলাকিস নিশ্চিত করেছেন দুই সপ্তাহের জন্য থাকতে হবে বিশ্রামে।

নিউজিল্যান্ড ক্রিকেট এক বিবৃতি দিয়েছে, সেখানে দলটির প্রধান কোচ গ্যারি স্টিড বলেছেন, ‘ক্রিকেটের রোমাঞ্চকর এই সময়ের আগে এই চোট পাওয়া ড্যারিলের জন্য সত্যিই হতাশাজনক। ড্যারিল আমাদের টি-টোয়েন্টি ইউনিটের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছে এবং আমরা অবশ্যই ত্রিদেশীয় সিরিজে তার অলরাউন্ড দক্ষতা মিস করতে যাচ্ছি।’

এদিকে ত্রিদেশীয় সিরিজে মিচেলের বদলি খেলোয়াড় কে, সেটা এখনো প্রকাশিত হয়নি। আগামীকাল শনিবার হ্যাগলি ওভালে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ লড়বে স্বাগতিক নিউজিল্যান্ড। ত্রিদেশীয় সিরিজ শেষ করে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে কিউই দল ১৫ অক্টোবর অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ত্যাগ করবে।

এসএইচ/এনইউ