তামিমের ৩১ রান, সামাদের ৫ উইকেট
আজ থেকে শুরু হয়েছে জাতীয় ক্রিকেট লিগের ২৪তম আসর। প্রথম দিনেই ব্যাট হাতে চট্টগ্রামের হয়ে মাঠে নেমেছিলেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তবে দীর্ঘদিন পর মাঠে ফিরে বড় স্কোর করতে পারেননি এই ওপেনার। স্পিনার নাবিল সামাদের ভেলকিতে ভুগেছে তার দল। সিলেটের স্পিনার একাই শিকার করেছেন ৫ উইকেট।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম রাউন্ডের প্রথম ইনিংসে চট্টগ্রাম বিভাগ অলআউট হয় মোটে ১৪১ রানে। জবাবে বায়ট করতে নেমে প্রথম দিন শেষে সিলেটের সংগ্রহ বিনা উইকেটে ১৫ রান। জাতীয় দলের তারকা ক্রিকেটাররা দেশের বাইরে থাকায় আজকের ম্যাচের সব আলো ছিল তামিমের দিকে। কিন্তু ব্যাট হাতে মোটে ৩১ রানে থামে এই ওপেনারের ইনিংস। ৬৯ বল ঙ্খেলে ৩ বাউন্ডারি মারেন তিনি।
বিজ্ঞাপন
তবে ব্যাটিং বিপর্যয়ের দিনে দলের হয়ে সর্বোচ্চ রান ছিল তামিমেরই। চট্টগ্রামের আরেক ওপেনার সাব্বির হোসেন ১৬, পারভেজ হোসেন ইমন ১৫, এবং হাসান মুরাদ করেন ১৪ রান। দিনের শেষে ব্যাট করতে নেমে সিলেটের দুই ওপেনার ইমতিয়াজ হোসেন ৪ ও তৌফিক খান ১১ রানে অপরাজিত রয়েছেন।
সিলেটের হয়ে নাবিল সামাদ ৪৭ রানে ৫ উইকেট নেন। দলের আরেক স্পিনার নাঈম আহমেদ পেয়েছেন ৩টি উইকেট।
বিজ্ঞাপন
এসএইচ/এনইআর