২০১৯ সালের অক্টোবরে ভারতের ক্রিকেট বোর্ডের কর্তা হিসবে দায়িত্ব নিয়েছিলেন সৌরভ গাঙ্গুলি। এরপর তিন বছরে বেশকিছু ইতিবাচক কাজ করে ভক্তদের মন জিতেছেন সাবেক ভারতীয় অধিনায়ক। সেসব কাজে দেশটির ক্রিকেটেরই শুধু উন্নতি হয়নি, জিতেছেন ভক্তদের মনও। এক নজরে দেখে নেয়া যাক সৌরভের দৃষ্টান্তমূলক সিদ্ধান্তগুলো-

গোলাপি বলে দিবারাত্রির টেস্ট: অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মতো দেশগুলো যখন গোলাপি বলের টেস্টের সাথে প্রায় মানিয়ে নিতে শুরু করেছে, তখনও ভারতীয় ক্রিকেটে প্রচলন হয়নি দীর্ঘতম সংস্করণের নতুন এ ফরম্যাটটি। সৌরভই প্রথম উদ্যোগ নিয়ে ভারতের মাটিতে দিবারাত্রির টেস্ট ম্যাচ আয়োজন করেন। ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের মধ্যদিয়ে গোলাপি বলের টেস্টযুগে পা রাখে ভারত। 

কোভিডের মধ্যে আইপিএল: করোনা মহামারির মধ্যে পুরো বিশ্ব যখন নিস্তবধ, তখন যেকোনো ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন ছিল অসম্ভব প্রায় একটি ব্যাপার। ওই সময়ে দুটি আইপিএল আয়োজন করেছে সৌরভ গাঙ্গুলির নেতৃত্বাধীন বোর্ড। ২০২০ সালের পুরো আইপিএল হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। ২০২১ সালের টুর্নামেন্টটি ভারতের মাটিতে করার চেষ্টা করেও ব্যর্থ হন সৌরভ। পরে ফের সংযুক্ত আরব আমিরাতে নিয়ে শেষ করা হয় টুর্নামেন্ট।                         

ঘরোয়া ক্রিকেটারদের বেতন বৃদ্ধি: বোর্ড প্রেসিডেন্ট হিসেবে অন্য যেকোনো দেশের বোর্ড প্রধানদের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবেন সৌরভ। কারণ তার আমলে ঘরোয়া ক্রিকেটারদের বেতন ব্যাপক পরিমানে বাড়িয়েছেন তিনি।

তিন বছর দায়িত্ব পালনের পর অবশেষে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট পদ ছাড়তে হচ্ছে সৌরভ গাঙ্গুলিকে। তার পরিবর্তে প্রেসিডেন্ট হতে পারেন কপিল দেবের বিশ্বকাপজয়ী দলের সদস্য রজার বিনি।            

এনইআর