দিনের খেলা শেষের অনেক আগেই জাতীয় ক্রিকেট লিগের ম্যাচে আজ বৃহস্পতিবার নাঈম শেখের দলের কাছে হার মেনেছে ইমরুল কায়েসের দল। জয়ের জন্য যখন ঢাকা মেট্রোর প্রয়োজন ছিল ২৯ রান, তখন হাতে ছিল ৪ উইকেট। এমন সময় টানা ২ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে যায় নাঈম শেখের দল। তবে কঠিন পরিস্থিতি সামলে দায়িত্বশীল ব্যাটিংয়ের মাধ্যমে ঢাকা মেট্রোকে ২ উইকেটের জয় এনে দেন দুই পেসার আবু হায়দার রনি এবং কাজী অনিক।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে জাহিদুজ্জামান ২৫ এবং রকিবুল ১ রান নিয়ে চতুর্থ দিনের ব্যাটিং শুরু করেন। বৃহস্পতিবার বেশিক্ষণ টিকতে পারেননি জাহিদুজ্জামান। দিনের শুরুতে খুলনার পেসার আল আমিনের বলে আউট হন এই উইকেটকিপার-ব্যাটার, ব্যক্তিগত ৩২ রান তুলে ফেরেন। এরপরই ফিরে যান রকিবুলও, ফের আল আমিনের শিকার।

রাকিবুল আর জাহিদের আউট হওয়ার পর দলকে জেতানোর দায়িত্ব নেন পেসার আবু হায়দার রনি এবং কাজী অনিক। তারা মিলে ২৮ রান করে ঢাকা মেট্রোকে জয়ের বন্দরে নিয়ে যান। ১৮ রানে অপরাজিত থাকেন রনি। কাজী অনিক করেছেন অপরাজিত ১১ রানে। 

ঢাকার হয়ে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট পাওয়া স্পিনার শরিফুল্লাহ হয়েছেন ম্যাচসেরা।

এসএইচ/এটি