বাংলাদেশের বিশ্বকাপ গ্রুপে হবে ‘এশিয়া কাপ’!
এশিয়ান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপের শুরুর দিনেই বড় একটা অঘটন ঘটিয়ে দিয়েছে নামিবিয়া। অবশ্য দলটা যেভাবে লঙ্কানদের হারিয়েছে, তাতে নামিবিয়ার এই জয়কে অঘটন বলা চলে না একটুও! এশিয়ার সেরা দলের বিপক্ষে আফ্রিকান দলটির এই জয় অঘটন হোক বা না হোক, একটা হিসেবে বাগড়া দিয়েই ফেলেছে ইতোমধ্যেই। যার ফলে এই বিশ্বকাপে দেখা মিলতে পারে আরেক ‘এশিয়া কাপের’।
প্রতিযোগিতার ‘এ’ গ্রুপে আছে শ্রীলঙ্কা। বাকি তিন দল হচ্ছে যথাক্রমে নামিবিয়া, সংযুক্ত আরব আমিরাত ও নেদারল্যান্ডস। এই দলের শীর্ষ দুই দল যাবে পরের রাউন্ডে।
বিজ্ঞাপন
সুপার টুয়েলভে এবার বাংলাদেশ খেলবে সরাসরি। নির্ধারিত সময়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার কারণে এই সুবিধা পেয়েছে সাকিব আল হাসানের দল। বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে সাকিবের দলের অবস্থান হয়েছে এবার গ্রুপ-২ এ। সেই গ্রুপে আগে থেকেই আছে ভারত ও পাকিস্তান। বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে দুটো দল খেলবে এই গ্রুপে। বি গ্রুপের চ্যাম্পিয়ন ও এ গ্রুপের রানার্স আপ খেলবে এই গ্রুপে।
প্রথম রাউন্ডের দুই গ্রুপের আট দলের র্যাঙ্কিং দেখলে সুপার টুয়েলভে বাংলাদেশের প্রতিপক্ষ হওয়ার কথা ওয়েস্ট ইন্ডিজ ও সংযুক্ত আরব আমিরাতের। এ গ্রুপের দলগুলোর ভেতর র্যাঙ্কিংয়ে দ্বিতীয় সেরা দল ছিল আমিরাত আর বি গ্রুপের সেরা দল উইন্ডিজ।
বিজ্ঞাপন
তবে নামিবিয়া সে হিসেবটাই বদলে দিয়েছে, লঙ্কানদের হারানোর ফলে পরের দুই ম্যাচের একটা জিতলেও চলে যেতে পারে সুপার টুয়েলভে। সেটা যদি হয়, আর ওদিকে শ্রীলঙ্কা যদি পরের দুই ম্যাচে জয় পায়, তাহলেও আজকের বড় ব্যবধানের হার পথ আগলে দাঁড়াতে পারে লঙ্কানদের গ্রুপ শ্রেষ্ঠত্বের পথে। শ্রীলঙ্কা শেষমেশ গ্রুপ রানার্স আপ হলে দলটিকে খেলতে হবে গ্রুপ-২ এ। আগে থেকে সেই গ্রুপে আছে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান। শ্রীলঙ্কাও সেই গ্রুপে যোগ দিলে বিশ্বকাপেই দেখা মিলবে অন্যরকম এক ‘এশিয়া কাপের’।
এনইউ/এটি