টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম রাউন্ডের লড়াইয়ে জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে আয়ারল্যান্ড। হোবার্টের বেলেরিভ ওভালে সোমবার টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু ব্যালবার্নি। 

জিম্বাবুয়ে স্কোয়াড: ক্রেগ আরভিন (অধিনায়ক), রায়ান বার্ল, রেগিস চাকাভা, টেন্ডাই চাতারা, লুক জংউয়ে, ওয়েসলি মাধেভেরে, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা ও শন উইলিয়ামস।

আয়ারল্যান্ড স্কোয়াড: অ্যান্ড্রু ব্যালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, জশ লিটল, ব্যারি ম্যাকার্থি, সিমি সিং, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লোরকান টাকার।