বিপিএলে ‘রাজত্ব করতে’ রংপুরে শোয়েব মালিক
নবম বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসরের দিনক্ষণ চূড়ান্ত, শুরু হবে আগামী বছরের জানুয়ারিতে। ফলে এখন থেকেই তোড়জোড় শুরু হয়ে গেছে বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর। এখন কার্যক্রম চলছে দল গঠনের। সেই তালিকায় যুক্ত রয়েছে রংপুর রাইডার্সের নাম। একের পর এক পাকিস্তানি ক্রিকেটারকে দলে ভিড়িয়ে চমক দিয়ে যাচ্ছে এক বারের শিরোপাজয়ী এই দলটি। সবশেষ এবার দলে যোগ করলো পাকিস্তানি তারকা ক্রিকেটার শোয়েব মালিককে।
এর আগে দলটি তাদের দলে ভিড়িয়েছিল পাকিস্তানি তারকা অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ এবং পেসার হারিস রউফকে। এর একদিন পর আজ শুক্রবার রংপুর রাইডার্স তাদের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে শোয়েব মালিকের যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
বিজ্ঞাপন
With a massive experience of 481 T20 matches and 11,902 runs under his belt, Shoaib Malik is coming to rule with Rangpur...
Posted by Rangpur Riders on Thursday, October 20, 2022
সেখানে তারা লিখেছে, ‘৪৮১ টি-টোয়েন্টি ম্যাচ এবং ১১,২০৯ রানের সুবিশাল অভিজ্ঞতা নিয়ে রংপুর রাইডার্সে রাজত্ব করতে আসছেন শোয়েব মালিক। রংপুর রাইডার্স পরিবারে স্বাগতম।’
বিজ্ঞাপন
এর আগে গেল বুধবার এবারের আসরের প্রথম দল হিসেবে বিপিএলের লোগো উন্মোচন করেছিল সিলেট সিক্সারস। রাজধানীর অভিজাত এক হোটেলে সিলেট দল ঘোষণা করেছে তাদের আইকন ক্রিকেটারসহ কোচিং স্টাফদের নাম। সিলেটের আইকন হিসেবে রয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
এসএইচ