অকালেই বিদায় পরিসংখ্যান গুরুর
ক্রিকেটের সাথে পরিসংখ্যানের সম্পর্ক বেশ পুরোনো। মাঠ, খেলোয়াড় কিংবা দলগুলোর সম্পর্কে সঠিক ধারণা নিতে পরিসংখ্যানের বিকল্প নেই। মাঠের ক্রিকেটে পরিসংখ্যান যে কতোটা গুরুত্বপূর্ণ সেটা এই প্রজন্মকে প্রথম জানিয়েছিলেন ট্রাভিস বাসেভি। ইএসপিএন-ক্রিকইনফোর জনপ্রিয় সার্চ ইঞ্জিন স্ট্যাটগুরুর স্থপতি সেই বাসেভি আর নেই। দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত থাকার পর শুক্রবার মৃত্যুবরণ করেছেন তিনি। মাত্র ৪৭ বছর বয়সেই দুনিয়া ত্যাগ করেছেন এই পরিসংখ্যান গুরু।
অস্ট্রেলিয়ার গিলংয়ে জন্ম নেওয়া বাসেভি ১৯৯০-২০০০ সাল পর্যন্ত ইএসপিএন-ক্রিকইনফোতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ১৯৯০ সালে সিডনিতে পড়ার সময় ইন্টারনেট রিলে চ্যাটের মাধ্যমে প্রথম ক্রিকইনফোর সঙ্গে পরিচিত হন তিনি। শুরুর দিকে সময়টাতে বাসেভি ক্রিকইনফোর বিস্তৃত ডাটাবেস তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করেছেন। সেসময় ওয়েবসাইটটির স্কোরকার্ড তৈরি ও পরিসংখ্যান সংরক্ষণে স্বেচ্ছাসেবক হিসেবে ছিলেন তিনি।
বিজ্ঞাপন
ধীরে ধীরে ওয়েবসাইটটির অন্যতম প্রধান স্তম্ভ হয়ে ওঠেন বাসেভি। ক্রিকইনফোর জনপ্রিয়তার পেছনে তার অবদান অনেক। বিশেষ করে ক্রিকেট বিশ্লেষক, লেখক ও কোচদের নানা পরিকল্পনার ভিত্তি ছিল বাসেভির স্ট্যাটসগুরু। বাসেভির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তার ক্রিকইনফোর সাবেক সহকর্মী থেকে শুরু করে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের অনেকেই। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ও ক্রিকইনফোর লাইভ চ্যাটে শোক প্রকাশ করেছেন অনেক ভক্ত-সমর্থক।
এনইআর/এজেড
বিজ্ঞাপন