৩ উইকেট হারিয়ে শুরুতেই বিপাকে ভারত
টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি ভারত-পাকিস্তান। প্রথমে ব্যাট করে পাকিস্তান সংগ্রহ করেছে ১৫৯ রান।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বড় ধাক্কার মুখে রাহুল দ্রাবিড়ের শীর্ষরা। কেননা কেএল রাহুল শুরুতেই ফিরেছেন নাসিম শাহ বলে ক্লিন বোল্ড হয়ে। করেছেন ৮ বলে ৪ রান।
বিজ্ঞাপন
এরপর অবশ্য বড় ধাক্কায় লাগে ভারত শিবিরে। দলটির অধিনায়ক রোহিত শর্মাকে ৪ রানে ফেরান পাকিস্তান পেসার হারিস রউফ। দলের রান মাত্র ১০, চলে গেছে ৩.২ ওভার।
এরপর বিরাট কোহলি ও সূর্যকুমার যাদব মিলে পরিস্থিতিটা সামলানোর চেষ্টা করেছিলেন। কিন্তু তাদের প্রতিরোধ টিকল মাত্র ১৩ বল। পরের ধাক্কাটাও দিলেন সেই রউফই।
বিজ্ঞাপন
তার ব্যাক অফ লেন্থ বল থার্ডম্যানে খেলতে গিয়ে ব্যর্থ হন সূর্যকুমার যাদব। উইকেটরক্ষক রিজওয়ানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন প্যাভিলিয়নে। ২৬ রানে ৩ উইকেট খুইয়ে তাতে খাদের কিনারেই চলে গেছে ভারত।
এনইউ