অনুমতি ছাড়াই কোহলির রুমে হোটেল কর্মী
হোটেল রুমে ছিলেন না বিরাট কোহলি। এমন সময় অনুমতি ছাড়াই তার রুমে ঢুকে পড়েন হোটেলের বেশ কয়েকজন কর্মী। ব্যাপারটা অবশ্য এখানে সীমাবদ্ধ থাকলেও চলতো। কিন্তু সেখানে গিয়ে তারা যা করেছেন তা রীতিমতো ক্ষুব্ধ এবং আতঙ্কিত করে তুলেছে তারকা এ ক্রিকেটারকে।
সোমবার পার্থে ভারতীয় খেলোয়াড়দের হোটেল রুমে ঘটেছে ঘটনাটি। সহজে প্রবেশাধিকার থাকায় এদিন কোহলির রুমে ঢুকে তার ব্যক্তিগত জিনিসপত্রের ভিডিও করেছেন হোটেল কর্মীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাতে ভিডিওটি ঘুরেফিরে এসে পড়ে কোহলির হাতেও। এরপরেই বোমা ফাটিয়েছেন তারকা এ ক্রিকেটার।
বিজ্ঞাপন
২৭ সেকেন্ডের ভিডিওটি আজ নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন কোহলি। ভিডিওতে দেখা যায়, কোহলির ব্যক্তিগত সব সামগ্রী, যেমন জুতা, জামা, টেবিল, প্রসাধনী ও বিছানার অবস্থা। এমনকি কোহলির শৌচাগারের চিত্রটাও বাদ যায়নি সেই ভিডিও থেকে। ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন তারকা এ ব্যাটার।
তিনি লিখেছেন, ‘আমি জানি, ভক্তরা সব সময় তাদের প্রিয় খেলোয়াড়কে দেখে আনন্দ পান, তার সঙ্গে দেখা করতে চান। আমি তাদের সম্মান করি। কিন্তু এই ভিডিও দেখে আমি আতঙ্কিত। যদি হোটেলের রুমেই আমার গোপনীয়তা রক্ষা না হয়, তা হলে কোথায় হবে?’
বিজ্ঞাপন
বিরক্তি প্রকাশ করে কোহলি আরও লিখেছেন, ‘এই ধরনের ভালবাসা আমি চাই না। এ ভাবে কারও ব্যক্তিগত পরিসরে ঢোকা উচিত না নয়। দয়া করে সবার প্রাইভেসিকে সম্মান করুন।’
অদ্ভুত এ ঘটনায় ক্ষুব্ধ কোহলির স্ত্রী আনুশকা শর্মাও। বলিউডের এ অভিনেত্রী নিজের ইন্সটাগ্রামে স্টোরি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আগেও এমন অনেক অভিজ্ঞতা হয়েছে যেখানে ভক্তরা কোনো দায়িত্বশীলতার পরিচয় দেয়নি। কিন্তু এটা একটা জঘ্যন্য কাজ। যারা এটা দেখে মনে করছেন তারকাদের সঙ্গে এটা করাই যায় তাহলে আপনিও একই ভুলের মধ্যে আছেন।’
ভারতীয় তারকা ব্যাটারের সঙ্গে এমন দুর্ঘটনায় অবশ্য দুঃখ প্রকাশ করেছে হোটেল কর্তৃপক্ষ। ঘটনার কয়েক ঘণ্টার মাথায় জড়িত সব কর্মীকে চাকরিচ্যুতও করেছে পার্থের হোটেলটি। সোমবার একটি বিবৃতির মাধ্যমে বিষয়টি জানিয়েছে ক্রাউন হোটেল কর্তৃপক্ষ।
এনইআর