বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে আজ মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। ব্রিসবেনের গ্যাবায় বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে খেলাটি।

এই খেলায় টসভাগ্য সঙ্গ দিয়েছে আফগানদের। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মোহাম্মদ নবী।

ব্রিসবেনের গ্যাবায় বিশ্বকাপের দুটো ম্যাচেই জিতেছে আগে ব্যাট করা দল। সে কারণে অধিনায়ক নবী নির্দ্বিধায় নিয়েছেন ব্যাট করার সিদ্ধান্ত। টস জিতলে একই সিদ্ধান্ত নিতেন লঙ্কান অধিনায়ক শানাকাও, টস শেষে নিজেই জানান তিনি।

দল:
শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিসাঙ্কা, কুসল মেন্ডিস (উইকেটরক্ষক), ধনঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসরাঙ্গা, মহেশ থিকশানা, প্রমোদ মাদুশান, লাহিরু কুমারা, কাসুন রাজিথা।
আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, উসমান গনি, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী (অধিনায়ক), গুলবাদিন নাইব, আজমাতুল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, ফরিদ আহমেদ মালিক, ফজল হক ফারুকী।