দীর্ঘ ১৫ বছর পর পাকিস্তান সফরে গেল বাংলাদেশ দলের অনূর্ধ্ব ১৯ যুবা ক্রিকেটাররা। গতকাল মঙ্গলবার সকালে পাকিস্তানে পৌঁছেছে ক্রিকেটাররা। দেশ ছাড়ার আগে অবশ্য গেল সোমবার দুপুরে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিক ফটো সেশন অনুষ্ঠিত হয় টাইগার যুবাদের। এরপরেই আনুষ্ঠানিক সংবাদ মাধ্যমের মুখোমুখি হন প্রধান কোচ স্টুয়ার্ট ল। জানিয়েছেন এই সিরিজে নিজেদের সক্ষমতা কতটুকু সেটা দেখতে চান।

ল বলেন, ‘সবাই জিততে চায়। তবে শুধু জেতাই শেষ কথা নয়, বয়সভিত্তিক ক্রিকেটে খেলাটা গড়ে তোলাই গুরুত্বপূর্ণ। তাদের সক্ষমতা কতটুকু সেটা দেখতে চাই এই সফরে। ম্যাচের পরিস্থিতি বোঝা এবং সে অনুযায়ী খেলা এগিয়ে নেওয়া, ছেলেদের এই জায়গাগুলো পর্যবেক্ষণে থাকবে। এটা বিশ্বকাপ না, আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ, এভাবেই দেখছি। আলাদাভাবে কেউ গুরুত্বপূর্ণ না। একটা জিনিস তাদের উপলব্ধি করাতে চাই, এটা একটা সুযোগ। আগামী এক দেড় বছর তাদের খেলার উন্নতি আনার এটাই সুযোগ।’

চলতি বছরের যুব বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে ওয়েস্ট ইন্ডিজে। পরবর্তী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০২৪ সালে। তবে সে বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে, সেটা এখনো চূড়ান্তভাবে জানায়নি আইসিসি। 

যদিও টাইগার যুবাদের প্রধান কোচ স্টুয়ার্ট ল বলছেন, খুবই ভালো হয় যদি আইসিসি আগামী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ কোথায় হবে সেটা জানিয়ে দেওয়া হয়। এটা দলের প্রস্তুতিতে সহায়তা করবে।

স্টুয়ার্ট ল’র ভাষ্য, ‘আমরা আরও বেশি সিরিজ আয়োজনের চেষ্টা করছি। খেলোয়াড়দের খেলার সুযোগ করে দিতে বোর্ড আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। দ্বিপাক্ষিক সিরিজ, এমনকি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের জন্য বিভিন্ন দেশের সঙ্গে চেষ্টা করছে। খুবই ভালো হয় যদি আইসিসি আগামী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ কোথায় হবে সেটা জানিয়ে দেয়।’

‘এটা আমাদের প্রস্তুতিতে সহায়তা করবে। সেক্ষেত্রে আমরা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে খেলার চেষ্টা করতাম। তাড়াতাড়ি তাই জানতে পারলে ভালো হত। আমরা আমাদের যতটুকু সম্ভব কাজ করছি ছেলেদের নিয়ে। আফগানিস্তানের সঙ্গে খেলব এবং সামনে পাকিস্তান এখানে আসবে। যেটা দারুণ ব্যাপার।’

এসএইচ/এনইউ