সেই একই গল্প! হৃদয় জয় করল টাইগাররা, কিন্তু ম্যাচটা যে জেতা হলো না। সেটাই ছিল সবচেয়ে জরুরী। জয়ের বন্দরে যখন নোঙর করার কথা তখন পথ হারিয়ে সর্বনাশই হয়ে গেল বাংলাদেশের। ভারতের বিপক্ষে বুধবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে বৃষ্টি আইনে ৫ রানে হেরেছে বাংলাদেশ। সেই পথ ধরে বিশ্বকাপের সেমি-ফাইনাল স্বপ্নও এখন মৃতপ্রায়!

বৃষ্টির আগে যেখানে লিটন দাসের ব্যাটে জয়ের পথে ছিল বাংলাদেশ, সেখানে বৃষ্টি শেষে সর্বনাশ। ৯ ওভারে ৮৫ রানের লক্ষ্যটা পূরণ হলো না। এই হতাশা সঙ্গী করেই ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসেছিলেন সাকিব আল হাসান। এতো কাছে গিয়েও ভারতের বিপক্ষে কেন জয় ধরা দিচ্ছে না, সেই হিসাব মেলাচ্ছেন সাকিব।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলছিলেন, ‘দেখুন, আমি আফসোস হচ্ছে বলতে চাই না, ভারতের সাথে আমরা যখনই খেলছি বিশেষ করে বিশ্বকাপের ম্যাচগুলোতে খুব ক্লোজ যাচ্ছে, এটা মজার ব্যাপার। বেশ একটা ভালো ম্যাচ হয় এবং দুই দলই চেষ্টা করে জিততে। আমরা খুব কাছাকাছি যাচ্ছি কিন্তু, আশা করি রেজাল্টের পরিবর্তন করতে পারবো সামনে। আমার কাছে মনে হয় এই দলটা যদি একসাথে খেলতে পারে তবে আস্তে আস্তে তাদের ঐ বিশ্বাসটা তৈরী হবে যে, আমরা এতো কাছে যেতে পারলে আরেকটু কেন পারব না।’

এমন হারের পর অবশ্য দুর্ভাগ্যও দেখছেন সাকিব। বলছিলেন, ‘আপনি যদি শেষ দুই ওভার দেখেন অনেক দলই আছে দুই ওভারে ৩০ করে। এটা এমন কঠিন কিছু না এই কন্ডিশনে, বারবার বলছি আমি। আমরা করতে পারিনি এটা আমাদের জন্য দুর্ভাগ্য। আমার কাছে মনে হয় এই খেলা থেকে আসলে আমরা অনেক বেশি পজিটিভ জিনিস নিতে পারি।’

সাকিব মনে করেন শেষ অবধি বৃষ্টির পর ৯ ওভারে যে ৮৫ রানের লক্ষ্য ছিল সেটা তাড়া করা উচিত ছিল তার দলের। কারণ সাকিবের মতে এটা মিশন ইমপসিবল ছিল না। জেতা উচিত ছিল বাংলাদেশের, ‘দেখুন, ৫২ রান হাতে ৮ উইকেট, ৫ ওভারে এরকম কন্ডিশনে আমাদের চেজ করা উচিত ছিল। আমাদের যে ধরনের ব্যাটিং লাইনআপ ছিল, আমি বিশ্বাস করছিলাম যে আমরা ক্যাপাবল ছিলাম ঐ রান তাড়া করার জন্য। যেটা বললাম দুর্ভাগ্যজনকভাবে হয় নাই। আমরা মিডল ওভারে দুই তিনটা উইকেট হারিয়ে ফেলি, তখন ঐ মুহুর্তে আমাদের জন্য কঠিন হয়ে গিয়েছিল খেলায় ফেরা।’

তবে শেষটাতে এসে ফের সম্ভাবনা জাগছিল। সাকিব নিজেও তখন আশাবাদী হয়ে উঠেছিলেন। সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলছিলেন, ‘নুরুল এবং তাসকিন খুবই ভালো ব্যাটিং করেছে, আসাদের খেলায় ফিরিয়ে এনেছে। আসলে টি-টোয়েন্টি ম্যাচই এমন। প্রতি ওভারের প্রতি বল আসলে মোমেন্টামটা পরিবর্তন করতে পারে। একবার ওদের দিকে যাচ্ছিল একবার আমাদের দিকে আসছিল।’

সেটাই শেষ অবধি হলো, পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচটার নিষ্পত্তি হয়েছে শেষ ওভারে। যেখানে আরও একবার জয়ের বন্দরের নাগাল পেতে গিয়েও পেলো না বাংলাদেশ। ভারতের বিপক্ষে ৫ রানে হারের এই দুঃখ অনেক দিন তাড়িয়ে বেড়াবে বাংলাদেশকে!

এটি/এনইআর