সেমিফাইনাল নিশ্চিতের লড়াইয়ে শনিবার শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে ইংল্যান্ড। বাঁচা-মরার লড়াইয়ে লঙ্কানদের ৪ উইকেটে হারিয়েছে জস বাটলারের দল। 

টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। অধিনায়কের সিদ্ধান্তের সম্মান রেখেছেন দুই লঙ্কান ওপেনার পাথুম নিসাঙ্কা ও কুশল মেন্ডিস। ২৪ বলে ৩৯ রানের জুটিতে দলকে ভালো শুরু এনে দেন তারা। 

ভালো শুরু পেয়েও কাজে লাগাতে পারেননি ভানুকা রাজাপাকসে। ২২ বলে ২২ রান করে আউট হয়েছেন মার্ক উডের বলে। 

শেষদিকে রানের লাগাম টানে ইংলিশ বোলাররা। শেষ দশ ওভারে মোটে ৬১ রান করতে পারে লঙ্কানরা। 

মাঝারি লক্ষ্যতাড়ায় ব্যাটিংয়ে নেমে শুরুতেই বাজিমাত করেছে ইংলিশ ওপেনাররা।  জস বাটলার ও অ্যালেক্স হেলসের ৭৫ রানের উদ্বোধনী জুটিটি এসেছে মাত্র ৪৪ বলে। সেখানেই ম্যাচটা প্রায় জিতে গিয়েছিল ইংলিশরা।

ঘুরে দাঁড়িয়েছে লড়াকু লঙ্কানরা। ৪৪ রানের ব্যবধানে ইংলিশদের ৬ ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে ম্যাচেও ফিরেছিল।

তিন নম্বরে নেমে শেষ পর্যন্তকে দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন বেন স্টোকস। খেলেছেন ৩৬ বলে ৪২ রানের ইনিংস।