রিজওয়ান পরিশ্রম করেছেন, আল্লাহ সহজ করে দিয়েছেন
টি-টোয়েন্টি বিশ্বকাপে শুরুর দুই ম্যাচ মোটেও সুখকর ছিল না পাকিস্তান দলের জন্য। নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে পরাজয়ের গ্লানি ভুলতে না ভুলতেই পরের ম্যাচে জিম্বাবুয়ের কাছে তীরে এসে ডুবল তরী। এই দুই হার পাকিস্তানকে ঠেলে দিয়েছিল খাদের কিনারে।
সেখান থেকে বাবর আজমের দল ঘুরে দাঁড়িয়েছিল। গতকাল সিডনিতে নিউজিল্যান্ডকে হারিয়ে পৌঁছে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে।
বিজ্ঞাপন
আরও পড়ুন>>আরও এক রেকর্ড গড়লেন বাবর-রিজওয়ান
তবে পাকিস্তানের এমন সাফল্যে ভাগ্যেরও ছোঁয়া ছিল বৈকি! দলটির সম্ভাবনা এক সময় দুলেছে অনিশ্চয়তার দোলাচলে। নেদারল্যান্ডসের কাছে দক্ষিণ আফ্রিকা না হারলে হয়তো শেষ চারেই আসা হতো না দলটির। সেই পাকিস্তানই এখন পৌঁছে গেছে ফাইনালে।
বিজ্ঞাপন
গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটের বিশাল জয়ে ১৩ বছর পর দলটি গেছে শিরোপার চূড়ান্ত লড়াইয়ে। কিউইদের হারানোর ম্যাচে জয়ের অন্যতম নায়ক ছিলেন তারকা ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। ম্যাচের পর এই ওপেনার জানালেন তার ভালো করার রহস্যের কথা। রিজওয়ানের বিশ্বাস, স্রষ্টার কথায় পরিশ্রম করাতেই এই সাফল্য ধরা দিয়েছে তাদের কাছে।
আরও পড়ুন>> বাবর-রিজওয়ানের কাছ থেকে কী পরামর্শ নিলেন লিটন?
ম্যাচ শেষে রিজওয়ান বলেন, ‘বিশ্বাস ছিল কঠোর পরিশ্রম করে যেতে হবে। আল্লাহ বলেছেন, তোমরা পরিশ্রম করো, পুরস্কার পাবে। আমি পরিশ্রম করে গেছি। তিনি সহজ করে দিয়েছেন।’
ম্যাচে কী কৌশলে খেলেছেন, সেটাও জানালেন রিজওয়ান। বললেন, ‘ম্যাচে পিচ খেলার জন্য সহজ ছিল না। তবু সিদ্ধান্ত নিয়েছিলাম নতুন বলে আক্রমণ শুরু করব। এরপর পাওয়ার–প্লেটা যখন খেলে ফেললাম, সিদ্ধান্ত নিই একজনকে শেষ পর্যন্ত থাকা দরকার।’
আরও পড়ুন>> রিজওয়ানের সঙ্গে কুমিল্লায় আসছেন আফ্রিদিও
এবার অপেক্ষা ফাইনালের। সেই ফাইনালে তাদের প্রতিপক্ষ কে, সেটা অবশ্য এখনো ঠিক হয়নি। আজ বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি ভারত-ইংল্যান্ড। এই ম্যাচের জয়ী দল রোববারের ফাইনালে খেলবে পাকিস্তানের বিপক্ষে। প্রতিপক্ষ যে-ই হোক না কেন, ফলাফলটা যে গতকালকের ম্যাচের মতোই চাইবেন রিজওয়ান, তা বলাই বাহুল্য।
এসএইচ