বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ড-পাকিস্তানের একাদশে আছেন কারা?
বিশ্বকাপের ফাইনালে আজ মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও পাকিস্তান। এই লড়াইয়ের আগে বৃষ্টির শঙ্কা ছিল বেশ। তবে সে শঙ্কা উড়িয়ে আজ ঠিকই মাঠে গড়াচ্ছে এই ম্যাচ।
এই লড়াইয়ে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। সেমিফাইনালের আগে চোট পাওয়া মার্ক উড আর দাভিদ মালান ফাইনালের আগে সুস্থ হয়ে ফিরবেন, এমন একটা আশা ছিল। তবে শেষমেশ সেই আশা বাস্তব রূপ পায়নি। যে কারণে এই ম্যাচে একাদশে কোনো পরিবর্তন আনেনি ইংলিশরা।
বিজ্ঞাপন
২০০৯ সালের চ্যাম্পিয়ন পাকিস্তান দলে অবশ্য তেমন চোট সমস্যা নেই। যে কারণে পাকিস্তানও তাদের উইনিং কম্বিনেশন ভাঙেনি। ইংলিশদের মুখোমুখি হয়েছে সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারানো একাদশটা নিয়েই।
পাকিস্তান একাদশ:
বাবর আজম(অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, হারিস রউফ, শাহীন আফ্রিদি
ইংল্যান্ড একাদশ:
জস বাটলার (অধিনায়ক/উইকেটরক্ষক), অ্যালেক্স হেলস, ফিলিপ সল্ট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, স্যাম কুরান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ
বিজ্ঞাপন