ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে বিভাগটি সর্বশেষ কোনো ম্যাচ জিতেছিল ২০১৮ সালে। সেই গণযোগাযোগ ও সাংবাদিকতা  বিভাগই এবার ঘুরে দাঁড়ালো নিজেদের প্রথম ম্যাচে। যোগাযোগ বৈকল্য বিভাগকে হারিয়ে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সহজ জয়ে পেয়েছে বর্ষীয়সী বিভাগটি। 

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে যোগাযোগ বৈকল্য বিভাগকে ছয় উইকেটে হারিয়েছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। বল হাতে ১ উইকেট ও ব্যাট হাতে ২৫ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেছেন সাংবাদিকতা বিভাগের অধিনায়ক মো. ইয়াসিন হাসান সাকিল। 

টস জিতে বোলিংয়ে নেমে শুরু থেকেই আঁটসাঁট বোলিং করেছে সাংবাদিকতা বিভাগ। তাতে নির্ধারিত ১০ ওভারে ৮৯ রানের বেশি করতে পারেনি যোগাযোগ বৈকল্য বিভাগ। দলের পক্ষে সর্বোচ্চ ১৯ রান করেন ওপেনার ফরিদ। সাংবাদিকতা বিভাগের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন মাহমুদুল হাসান আবির। 

৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ওপেনার তানজিরের উইকেট হারায় সাংবাদিকতা বিভাগ। তবে চাপ সামলে নেন অধিনায়ক সাকিল এবং আরেক ওপেনার সালমান। দুজনে মিলে গড়েন ৪৫ রানের জুটি। ১০ বলে ২৫ রানের বিধ্বংসী ইনিংস খেলে আউট হন সাকিল। সালমানও ফেরেন সমান ২৫ রানের ইনিংস খেলে। ভালো শুরু পেয়েও কাজে লাগাতে পারেননি মাহিন। 

নিয়মিত বিরতিতে উইকেট হারালেও লক্ষ্যটা ততক্ষণে হাতের লাগালে সাংবাদিকতা বিভাগের। শেষদিকে ১২ বলে ২১ রানের অপরাজিত ইনিংস খেলে ১০ বল হাতে থাকতেই দলকে জয়ের বন্দরে নিয়ে যান মনিরুল ইসলাম সৈকত। 

এর আগে সকাল ১০টায় টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ও বর্তমানে উপাচার্যের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড এ এস এম মাকসুদ কামাল।

এসময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড এ এস এম মাকসুদ কামাল বলেন, ‘বিশ্ববিদ্যালয় দেহ ও মন গঠন করার গুরুত্বপূর্ণ একটি জায়গা। ক্যাম্পাস জীবনে এই সুবিধাটা যদি শিক্ষার্থীরা গ্রহণ করতে না পারে তবে পরবর্তী জীবনে ক্ষতিগ্রস্ত হবে শিক্ষার্থীরাই। সুতরাং এ দিকটাতে তাদের নজর দিতে হবে। শিক্ষা জীবন শেষে শিক্ষার্থীরা কর্মজীবন ও পারিবারিক জীবনে পদার্পণ করবে। সেসময় যদি মানসিক ও শারীরিক স্পিরিট থাকে তবে ভালো করবে এটা নিশ্চিত।’