ফুটবল বিশ্বকাপের উন্মাদনা চলছে গোটা বিশ্বেই। কাতার থেকে এই আসরের উত্তেজনা ছড়িয়েছে বাংলাদেশের ক্রিকেটেও। খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন- তিনিও ফুটবল খেলা দেখছেন। তিনি ব্রাজিলের ভক্ত। তবে লিওনেল মেসি-ক্রিশ্চিয়ানো রোনালদোকেও পছন্দ বিসিবি বসের। 

গতকাল রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিএলের ফাইনাল খেলা দেখতে মাঠে উপস্থিত হন পাপন। এরপর গণমাধ্যমে কথা বলার এক পর্যায়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই বিসিবির প্রধান বললেন, ‘একটা খেলাও মিস করিনি। আজকে একটা মিস করলাম। আমি আসলে ছোটবেলা থেকে যে জিততো তারই সাপোর্ট করতাম। যখন বুঝতে শুরু করলাম, সবাই বলে ব্রাজিল। তাই আমিও ব্রাজিল করতাম। ব্রাজিল যেহেতু আমার দল, তাদের তো সমর্থন দেবোই। এছাড়া আমার ফ্রান্সের খেলা খুব ভালো লেগেছে।’

পাপন বিশ্বচ্যাম্পিয়ন দল ব্রাজিলের সমর্থক হলেও আর্জেন্টিনারও প্রশংসায় পঞ্চমুখ। জানালেন, আর্জেন্টাইন দল সাংঘাতিক। একইসঙ্গে তারকা ফুটবলার লিওনেল মেসির সঙ্গে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকেও পছন্দ তার। 

যেমনটা বলছিলেন পাপন, ‘আর্জেন্টিনা অবশ্যই সাংঘাতিক…এক মেসিই তো যথেষ্ট। সমস্যা হচ্ছে এক মেসিকে দিয়ে দল চালানো কঠিন। ওদের অন্য কাউকে তেমন চোখে পড়েনি। অবশ্যই মেসি সেরা, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আমি ওর ভক্ত। রোনালদোকেও আমি খুব পছন্দ করি। কিন্তু আমি বলতে চাচ্ছি যে বেশি মেসি নির্ভর মনে হয়েছে আর্জেন্টিনাকে। অবশ্যই তারাও ভালো।’

এসএইচ/এটি