সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও ভারতকে চেপে ধরেছে বাংলাদেশ। আহত রোহিত শর্মার জায়গায় ওপেনিংয়ে নামা বিরাট কোহলিকে সাজঘরের পথ দেখালেন এবাদত হোসেন। দ্বিতীয় ওভারে এবাদতের পেস বলে পুল করতে যান কোহলি। বল ব্যাটের কানায় লেগে এসে পড়ে স্টাম্পে!

৬ বলে এক চারে ৫ রান করে ফেরেন কোহলি। এরপর শিখর ধাওয়ানকেও ফেরায় বাংলাদেশ। এবার মুস্তাফিজুর রহমান। ধাওয়ান আউট ৮ রানে। ভারত ৩.২ ওভারে ২ উইকেটে ১৪ রান।

এর আগে মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরি আর মাহমুদউল্লাহর হাফ সেঞ্চুরিতে ভারতকে ২৭২ রানের চ্যালেঞ্জ ছুড়ে দেয় বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২৭১ রান তোলে বাংলাদেশ। ১০০ রানে অপরাজিত ছিলেন মিরাজ। ৭৭ রান আসে মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাট থেকে। নাসুম আহমেদ করেন ১১ বলে ১৮।

বাংলাদেশের ব্যাটিংয়ের সময় আঙুলে চোট পেয়ে মাঠ ছাড়েন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। চোট পাওয়ার পর পুরো ম্যাচে ফিল্ডিং করেননি তিনি। ইনজুরির সর্বশেষ অবস্থা এখনও জানা যায়নি। তবে ভারত দুই উইকেট হারানোর পরও এখনও ব্যাটিংয়ে নামেননি তিনি।

বুধবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে। এই ম্যাচে জিতলেই ওয়ানডে সিরিজ বাংলাদেশের। প্রথম ম্যাচে ১ উইকেটে জিতেছিল টাইগাররা।

এটি/জেএস