বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ খেলে ইনজুরিতে পড়েছেন ভারতের তিন ক্রিকেটার। বদলি ক্রিকেটার হিসেবে তাই সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে দলের সঙ্গে যুক্ত হচ্ছেন কুলদীপ যাদব। শুক্তবার বিবৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড। 

সিরিজের দ্বিতীয় ম্যাচে এনামুল হক বিজয়ের ক্যাচ ধরতে গিয়ে আঙুলে চোট পেয়েছেন রোহিত শর্মা। শেষদিকে দলের প্রয়োজনে ইনজুরি নিয়েই ব্যাটিংয়ে নামলেও ম্যাচ শেষ করেই উড়াল দিয়েছেন নিজ দেশের উদ্দেশ্যে। অধিনায়কের অনুপস্থিতিতে তাই শেষ ওয়ানডেতে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল।

সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে শনিবার বাংলাদেশ সময় দুপুর ১২টায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। আগের দুটো ম্যাচ ঢাকার মিরপুরে হলেও সিরিজের শেষ ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। 

তিন ম্যাচ সিরিজের প্রথম দুটি ম্যাচ জিতে ইতোমধ্যেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। দুই ম্যাচেই ম্যাচজয়ী পারফর্ম করে বাংলাদেশের জয়ের নায়ক মেহেদী হাসান মিরাজ। ওয়ানডে সিরিজের পর কোহলি-রাহুলদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজও খেলবে টাইগাররা।