চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম শনিবার সাক্ষী হলো বেশ কিছু রেকর্ডের। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে প্রথমবারের মতো ৪০০ রানের বড় স্কোর গড়েছে ভারত। এছাড়া ক্রিকেট ইতিহাসে এদিন দ্রুততম ডাবল সেঞ্চুরির মালিক বনে গেছেন ভারতের ওপেনার ঈশান কিষাণ। ক্রিস গেইলের ১৩৯ বলের রেকর্ড ভেঙে কিষাণ ১২৬ বলে তুলে নেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি।

এমন বিধ্বংসী ইনিংসের পর ভারতীয় এই ওপেনার জানালেন কোনো চাপ ছাড়াই খেলেছেন তিনি। যেমনটা বলছিলেন, ‘আপনি যখন ব্যাট করেন তখন কিন্তু আপনি বলটি ভালোভাবে দেখেন। আমি নিজের উপর খুব বেশি চাপ নিইনি। শুধু সুযোগ কাজে লাগাতে চেয়েছি।’

উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো ছিল বলে জানান কিষাণ, ‘উইকেটটি ব্যাট করার জন্য খুব ভালো ছিল। আমার উদ্দেশ্য খুব পরিষ্কার ছিল। বল যদি ব্যাটে আসে তবে আমি শট খেলতে যাব।’

কিষাণ আরও যোগ করেন, ‘আমি যখন ৯০-এর ঘরে ব্যাট করছিলাম তখন কোহলি আমাকে শান্ত করছিলেন। আমি তখন একটা ছয় মেরে সেঞ্চুরি করতে চেয়েছিলাম, কিন্তু সে বলেছিল এটা সিঙ্গেলসে পেতে, কারণ এটা আমার প্রথম।’

ইনিংসের ফাঁকে দেওয়া সাক্ষাৎকারে কিষাণ আরো বলেছেন, 'আমি যখন আউট হই, তখন আরও ১৫ ওভার বাকি। নইলে আমি হয়তো ৩০০ রানই করতে পারতাম।'

শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের শেষ ওয়ানডেতে বাংলাদেশকে ৪০৯ রানের টার্গেট দিয়েছে ভারত। ১৩১ বলে ২১০ রানের বিধ্বংসী ইনিংস খেলে সবটুকু আলো নিজের করে নিয়েছেন কিষাণ।

এসএইচ/এটি