তাসকিনের লক্ষ্য ভারতের বিপক্ষে পাঁচ দিন খেলা
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর বাংলাদেশ দলের লক্ষ্য এখন টেস্ট সিরিজ জয়। বুধবার থেকে সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াতে যাচ্ছে। এর আগে আজ সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে উন্মোচিত হয়েছে টেস্ট সিরিজের ট্রফি। এরপরই দলের হয়ে সংবাদ সম্মেলনে আসেন টাইগার পেসার তাসকিন আহমেদ। জানালেন ভারতের বিপক্ষে পাঁচদিন খেলতে পারলে ভালো কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে।
টেস্ট সিরিজ নিয়ে অধিনায়ক সাকিব আল হাসানের চাওয়া কী প্রসঙ্গে জানতে চাইলে তাসকিন বলেন, ‘ম্যাচ তো এখনো শুরু হয়নি। অধিনায়ক তো চাইবেই যে পরিকল্পনাটা আমাদের দিবেন সেটা বাস্তবায়ন করতে। ১০০ এবং ১১০% দিয়ে যদি সবাই চেষ্টা করি, তাহলে বেটার ক্রিকেট খেলা সম্ভব। আর পাঁচ দিন পর্যন্ত গেলেই আমাদের ভালো একটা কিছু করার সম্ভাবনা রয়েছে। ওটাই লক্ষ্য থাকবে আসলে। পাঁচদিন ক্রিকেট খেলা।’
বিজ্ঞাপন
ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচটা মোটেও সহজ হবে না মানছেন তাসকিন আহমেদ, এমনকি টেস্ট ম্যাচে বোলারদের পরিকল্পনা বাস্তবায়ন করাটাকেও গুরুত্বপূর্ণ বলছেন এই তারকা পেসার। তবে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত এই স্পিডস্টার।
যেমনটা বলছিলেন তাসকিন, ‘আসলে প্রসেসের বাইরে কিছু নেই। দিনশেষে পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। ওরা (ভারত) বিশ্বের মধ্যে অন্যতম সেরা দল। ব্যাটিং উইকেটে তো আরো ভালো দল। তো দিনশেষে আমাদের দুর্বলতা বা পরিকল্পনা যেটাই থাকুক না কেন বোলারদের সেটা বাস্তবায়ন করাটাই গুরুত্বপূর্ণ। আমরা ওটা নিয়ে অনুশীলন করছি, পরিকল্পনা করছি। যদিও সহজ হবে না। আমারাও আমাদের সেরাটা দিব দেখি কি হয়।’
বিজ্ঞাপন
এসএইচ/এনইআর/এটি