সাকিবের জন্য অপেক্ষা, খেলবেন না তাসকিন
মিরপুরে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে উমরান মালিকের বলে পিঠে আঘাত পেয়েছিলেন সাকিব আল হাসান। পরবর্তীতে এক্স-রে করানো হলে জানা যায় ঠিকঠাকই আছে সবকিছু। তবে অস্বস্তি বোধ করছিলেন সাকিব। আর তাই পেশিতে কোনো সমস্যা আছে কিনা সেটি পরীক্ষা করতে আজ হাসপাতাল গিয়েছিলেন সাকিব। এরপর মাঠে ফিরে অবশ্য ব্যাটিং অনুশীলনও করেছেন টাইগারদের এই দলপতি।
তবে সাকিবকে নিয়ে শঙ্কার মেঘ কাটছেই না কিছুতে। বরং সেটা আরও বাড়িয়ে দিলেন এবার রাসেল ডমিঙ্গো। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে টাইগারদের হেড কোচ বললেন, ‘আমরা এখনো তাকে পর্যবেক্ষণ করছি। আজ বিকেলে সিদ্ধান্ত নেওয়া হবে। সে ঠিক আছে কিনা তা নিশ্চিত হয়ে নিতে চাই। পাঁজর ও কাঁধ নিয়ে এখনো একটু ভুগছে, যদিও ব্যাটিং করেছে (নেটে)। আশা করি, এতে সে আরেকটু স্বাচ্ছন্দ্যবোধ করবে।’
বিজ্ঞাপন
এদিকে প্রথম টেস্টে না খেলার আভাস গতকালই দিয়ে রেখেছিলেন তাসকিন আহমেদ। পিঠের চোটে ভোগা এই পেসার থাকছেন না চট্টগ্রাম টেস্টে। এই মুহূর্তে তাকে নিয়ে কোনো ঝুঁকি নেবে না ম্যানেজমেন্ট। সুতরাং সাগরিকার টেস্টে বিশ্রামেই থাকবেন তারকা এই পেসার এমনটাই নিশ্চিত করেছেন টাইগারদের হেড কোচ।
ডমিঙ্গো যেমনটা বলছিলেন, ‘তাসকিনকে নিয়ে ঝুঁকি নেব না প্রথম টেস্টে। তিন-চার দিন আগে তাকে কিছু ইনজেকশন নিতে হয়েছে। চট্টগ্রামে এমন কন্ডিশনে এক-দেড় দিন বোলিং করা তার জন্য হয়তো ভালো হবে না। প্রথম ম্যাচে তাকে বিশ্রাম দেব।’
বিজ্ঞাপন
এসএইচ/এনইআর