ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বুধবার মাঠে নামবে বাংলাদেশ। গত কয়েক বছরের পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায়, বাংলাদেশ দলের টেস্ট পারফ্ম্যান্সের অবস্থা একেবারেই নাজুক। ভারতের বিপক্ষে তো অবস্থা আরো খারাপ। বিরাট কোহলিদের বিপক্ষে এখন পর্যন্ত এগারো টেস্ট খেলা বাংলাদেশ দল হেরেছে সবকটিতেই। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে রাসেল ডমিঙ্গোও জানালেন এই ফরম্যাটে বাংলাদেশকে হারানো সহজ।

সাম্প্রতিক সময়ে ইংল্যান্ড টেস্ট ক্রিকেটে অভাবনীয় সাফল্য পেয়েছে। যার নেপথ্যে আছে দলটির আগ্রাসী ক্রিকেটের মনোভব। তবে টাইগারদের হেড কোচের মতে, বাংলাদেশ এখনই ইংল্যান্ডের মতো ক্রিকেট খেলতে পারবে না। 

এ প্রসঙ্গে ডমিঙ্গো বলেন, ‘যদি আপনি বলেন ইংল্যান্ডের মতো ব্যাট করতে, আমার মনে হয় না তেমনটা সম্ভব। অন্তত এই মুহূর্তে না। যেভাবে তারা খেলে এবং এগিয়ে যায় সেটা অবিশ্বাস্য রোমাঞ্চকর ব্যাপার। এটা তাদের বড় কৃতিত্ব। আমি মনে করি না দল হিসেবে আমরা এখন ওই ব্র্যান্ডের ক্রিকেট খেলতে পারি। আমাদের মধ্যে এখনো জিতিতে চাওয়ার চেয়ে হারতে না চাওয়ার প্রবণতা বেশি। কারণ এই ফরম্যাটে এখনও খুব সহজেই আমাদের হারানো যাচ্ছে।’

রাহুল ড্রাবিড়ের শিষ্যরা বাংলাদেশের বিপক্ষে কেমন খেলবে তা জানিয়ে ডমিঙ্গো বলেন, ‘আক্রমণাত্মক ক্রিকেট খেলবে। কারণ তারাও কিছুটা অর্থোডক্স ধরনের দল। কিন্তু তাদের এমন ক্রিকেটার আছে যারা দ্রুতই ম্যাচটা আপনার হাত থেকে নিয়ে নিতে পারে, তারা সবাই আক্রমণাত্মক ক্রিকেটার।’

এসএইচ/এনইআর