চট্টগ্রাম টেস্টে ২৭৮ রানে ৬ উইকেট হারিয়ে প্রথম দিন শেষ করেছে ভারত। যদিও দিনের শুরুর সেশনটা মোটেও সুখকর ছিল না টিম ইন্ডিয়ার জন্য। তবে চেতেশ্বর পূজারা এবং শ্রেয়াস আইয়ারের ব্যাটে ঘুরে দাঁড়ায় ভারতীয়রা। দিন শেষে দলের হয়ে সংবাদ সম্মেলনে আসেন দিনের সর্বোচ্চ রান করা পূজারা। জানালেন ৩৫০ রান তুলতে পারলেও ভালো সংগ্রহ হবে।

উইকেট স্পিন নির্ভর হওয়ায় পেস বল খুব একটা স্বাচ্ছন্দে মোকাবিলা করতে পারছেন না ভারতের ব্যাটাররা। অনেক সময় বল নিচু হয়ে আসায় এমন উইকেটে ব্যাটিং করা সহজ নয় বলে অকপটে স্বীকার করলেন পূজারা। মূলত সে কারণেই এমন উইকেটে ৩৫০ রানকেও ভালো সংগ্রহ মানছেন এই ডানহাতি ব্যাটার।  

পূজারার ভাষ্য, এখনও বেশি রান হয়নি। উইকেট দেখে মনে হচ্ছে ভালো রান হয়েছে। কিন্তু আমরা ৪/৫ উইকেট হারালে আরও ভালো অবস্থানে থাকতাম। তবে স্কোরবোর্ডে ৩৫০ এর মতো রান তুলতে পারলে ভালো সংগ্রহ হবে। আমরা দেখেছি উইকেট থেকে স্পিনাররা সহায়তা পাচ্ছে, অবশ্য আমাদের তিনজন স্পিনার আছে। পেসাররাও ভালো করছে, তবে অনেক সময় বল নিচু হয়ে আসছে। আসলে উইকেটটা ব্যাটিংয়ের জন্য সহজ নয়।

শেষ বিকেলে তাইজুলের বলে ৯০ রানে আউট হন পূজারা। তবে সেঞ্চুরি করতে না পারলেও আফসোস নেই তার। পূজারা বলছিলেন, আমি যেভাবে ব্যাট করেছি দেখেই মনে হচ্ছিল উইকেট সহজ না। তবে যেভাবে ব্যাট করেছি তাতে আমি খুশি। অনেক সময় আপনার মনোযোগ সেঞ্চুরির দিকে ছুটলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দলকে ভালো অবস্থানে নিয়ে যাওয়া। যেন ম্যাচ জয়ের সুযোগ থাকে। উইকেট দেখে মনে হচ্ছে এই টেস্টে ফলাফল হবে।

পূজারা যোগ করেন, আমাদের স্কোরবোর্ডে রান প্রয়োজন ছিল। শ্রেয়াসের সঙ্গে আমার জুটিটা খুব গুরুত্বপূর্ণ ছিল, এছাড়া পান্তের সঙ্গে তিন উইকেট হারানোর পর জুটি হয়েছিল। একটা সময় ছিল স্কোরবোর্ডে ভালো রান পেতে জুটি গড়তেই হতো। তাই আমি সেঞ্চুরি মিস নিয়ে হতাশ নই, যেভাবে ব্যাট করেছি খুশি। এভাবে খেলতে থাকলে সেঞ্চুরি চলে আসবে।

এসএইচ/কেএ