প্রথম সেশনটা ভালো মন্দের মিশেলে কাটিয়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় সেশনের শুরুতেই বদলে গেল দৃশ্যপট। সাকিব আল হাসানকে হারাল বাংলাদেশ।

দ্বিতীয় সেশনের শুরুতে আক্রমণে আসা উমেশ যাদবের প্রথম বলটা সাকিব মিড অফের ওপর দিয়ে পাঠাতে চেয়েছিলেন বাউন্ডারিতে। তবে লেন্থ বলটায় টাইমিং হলো না ঠিকঠাক।

লিডিং এজ হয়ে তা চলে যায় মিড অফে থাকা চেতেশ্বর পূজারার কাছে। ক্যাচটা নিতে কোনো সমস্যাই হয়নি তার।

বিরতির আগে বাংলাদেশকে খানিকটা স্বস্তি দেওয়া ৪৩ রানের জুটিটা ভেঙে যায় বিরতির ঠিক পরেই। সাকিব ফেরেন ব্যক্তিগত ১৬ রানে। ৮২ রানে বাংলাদেশ খুইয়ে বসে ৩ উইকেট।

প্রথম টেস্টে হেরেছে বাংলাদেশ। মিরপুরে আজ থেকে শুরু দ্বিতীয় টেস্টে নিজেদের ভাগ্য বদলাতে চায় সাকিব আল হাসানের দল। সেই লক্ষ্যেই আজ ভারতের মুখোমুখি হয়েছে লাল সবুজের প্রতিনিধিরা।

দ্বিতীয় টেস্টে টস জিতেছে বাংলাদেশ। অধিনায়ক সাকিব আল হাসান টস জিতে নিয়েছেন ব্যাট করার সিদ্ধান্ত।

এনইউ/এটি