মিরপুরে সিরিজের দ্বিতীয় টেস্টে প্রথম দিনেই অলআউট হয়েছে বাংলাদেশ। একাই ৪ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনকে ধসিয়ে দেওয়ার মূল কাজটা করেছেন উমেশ যাদব। ম্যাচের শুরু থেকেই এদিন টাইগার ব্যাটারদের তোপের মুখে রাখেন ভারতীয় এই পেসার, ফিরিয়েছেন টাইগারদের একাধিক তারকা ব্যাটারকে। মূলত সঠিক জায়গায় বল করেই এমন সাফল্য ধরা দিয়েছে বলে জানিয়েছেন ভারতীয় এ পেসার। 

মিরপুর টেস্টের প্রথম দিন শেষে প্রেস কনফারেন্সে এসেছিলেন যাদব। কথা বলেছেন প্রথম টেস্টে তার ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে। ভারতীয় এ পেসারের মতে, মিরপুরের পিসে আজ বলে বাউন্স হচ্ছিল, তাই পেস বোলারদের জন্য বিশেষ কিছু আছে এই পিচে।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ফাস্ট বোলারদের জন্য এই পিচে কিছুটা সুবিধা ছিল। কয়েকটি বল বেশ উপরে উঠছিল। সঠিক জায়গায় বোলিং করাটা গুরুত্বপূর্ণ ছিল এবং আমি সেটাই করার চেষ্টা করেছি।’

মিরপুরের উইকেট সম্পর্কে স্পষ্টভাবে বলা একটু মুশকিল। কারণ এই পিচের আচরণ যেকোনো সময পরিবর্তন হয়ে যায়। মিরপুর টেস্টের পিচে ঘাস রয়েছে সে কারণে বল রিভার্স করার চেষ্টা করছিলেন উমেশ যাদব এবং সফলতাও এসেছে বলে জানান ভারতীয় এই পেসার।

যাদব বলেন, ‘এখানে শুকনো ঘাস আছে এবং একটু আদ্রতা ছিল। আমরা বল রিভার্স করার চেষ্টা করছিলাম এবং উইকেট টু উইকেটে বল করার চেষ্টা করছিলাম। সে কারণেই আমরা উইকেট পেয়েছি।’

এসএইচ/এনইআর