শেষ টেস্টে ভারতকে জয়ের জন্য ১৪৫ রানের মামুলি লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। তবে সে লক্ষ্য তাড়া করতে নেমেই টাইগারদের স্পিন ভেলকিতে রীতিমতো কাবুই হয়ে পড়েছিলেন ভারতীয় ব্যাটাররা। যদিও রবিচন্দন অশ্বিন এবং শ্রেয়াস আয়ারের অবিচ্ছিন্ন ৭১ রানের জুটিতে ভর করে শেষ পর্যন্ত ৩ উইকেটের জয় পায় ভারত। সাকিব আল হাসান এই হারের পর জানালেন মিরাজের বলে শেষ ছক্কার আগ পর্যন্ত ম্যাচ জয়ের আশা ছিল।

দ্বিতীয় ইনিংসে ম্যাচের শেষ পর্যন্ত মেহেদী মিরাজ, সাকিব আল হাসান, তাইজুল ইসলামরা লড়াই চালিয়ে গিয়েছেন ম্যাচ জয়ের লক্ষ্যে। একইসঙ্গে অধিনায়ক সাকিবের বিশ্বাস ছিল ম্যাচ জেতার তবে ইনিংসের ৪৭তম ওভারে মিরাজের বলে অশ্বিন ছক্কা হাঁকালে ম্যাচ থেকে বাংলাদেশ দূরে চলে যায়। 

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে সাকিব বললেন, ‘শেষ ওভারে মিরাজের বলে যখন ছয়টা হলো… এর আগ পর্যন্ত বিশ্বাস ছিল জেতা সম্ভব। এখানে (মিরপুরে) হয় কি, ৫-৬ রানে তিনটা উইকেট পড়ে যেতে পারে। একটা বোলার একটা হ্যাটট্রিক করতেই পারে। তিন বলে তিন উইকেট পড়তেই পারে। এমনটা খুবই স্বাভাবিক ক্রিকেটে।’

সাকিব আরও যোগ করেন, ‘৭৫ রানে ৭ উইকেট ফেলে দেওয়ার পর আপনি আশা করবেন যে দল জিতবে। এখন অবশ্য বলা কঠিন, কি হলে কি হতে পারত। আমরা হয়তো আরেকটু ভালো বল করতে পারতাম। হয়তো আরেকটু লড়াই…!’

চট্টগ্রাম টেস্টে দ্বিতীয় দিনের পর থেকে আর বোলিং করেননি সাকিব। যদিও মিরপুর টেস্টে শুরু থেকেই বোলিং করেছেন টাইগার এই অধিনায়ক। তবে বল হাতে শেষ টেস্ট সেরা ছন্দে ছিলেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি নিজেই বলেছেন, ‘আমি আরও ভালো বল করতে পারি। আরও ধারাবাহিকভাবে এক জায়গায় বল করা উচিত ছিল।’

এসএইচ/এনইউ