২০২৩ সালে ফিউচার ট্যুর প্রোগ্রাম বাংলাদেশ দলের তিনটি টেস্ট সিরিজ রয়েছে। যেখনে আয়ারল্যান্ড, আফগানিস্তান এবং নিউজিল্যান্ড বিপক্ষে খেলবে টাইগাররা। আর আগামী বছরের সেই তিনটি টেস্ট সিরিজই জিততে চান টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। সবশেষ রোববার ভারতের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে ২০২৩ সালের টেস্ট সিরিজ নিয়ে এমন মন্তব্য করেন এই টাইগার অধিনায়ক।

এ সময় সাকিব বলেন, ‘২০২৩ সালে আমাদের তিনটা বা পাঁচটা টেস্ট ম্যাচ আছে এফটিপিতে, যেটা আমি জানি। আমি মনে করি তিনটি সিরিজই আমাদের জেতা উচিত, যে ধরনের দলের সঙ্গে আমরা খেলব। অবশ্যই জেতা উচিত।’

সাকিব আরও বলেন, ‘ওভারঅল যদি সামারি টানি ২০২২ সালের, আমরা ভালো খেলেছি। খুবই ভালো ক্রিকেট খেলেছি। যে জায়গাগুলোয় আমাদের ঘাটতি ছিল, সেখানে অনেক বেশি উন্নতি করেছি আমার কাছে মনে হয়। আমাদের এখন যে ধরনের চিন্তাধারা, ড্রেসিংরুমে যে ধরনের কথা হয়, যে ধরনের লিডারশিপ এখন তৈরি হচ্ছে, ২০২৩ সালে আমরা… অবশ্যই দেখব বলে আমার মনে হয়।’

২০২৩ সালের মার্চ-এপ্রিলে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও একটি টেস্ট খেলতে বাংলাদেশে আসবে আয়ারল্যান্ড। এরপর জুন-জুলাইতে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ দল। একই সিরিজে থাকছে তিনটি ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি। বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড।

এসএইচ/এনইউ