চলতি বছরে আর কোনো ম্যাচ নেই বাংলাদেশ দলের। আর এ বছরে ওয়ানডে ফরম্যাটে ভালো খেললেও টি-টোয়েন্টি এবং টেস্টে নিজেদের সামর্থ্য প্রমাণে এক প্রকার ব্যর্থ ছিল টাইগাররা। যে কারণে সবশেষ ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ হারের পর বিসিবি থেকে আভাস পাওয়া গিয়েছিল পরিবর্তন আসতে যাচ্ছে দলের কোচিং প্যানেলে। সেক্ষেত্রে হেড কোচ রাসেল ডমিঙ্গো থাকবেন কিনা সে প্রশ্ন ঘুরছিল সকলের মনে। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলছেন ডমিঙ্গোর পাল্লা ভারী।

গতকাল সোমবার রাতে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপাতি নাজমুল হাসান পাপন। সেখানে  সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে পাপন সরাসরি জানালেন ডমিঙ্গোর আমলেই অনেক রেকর্ড হয়েছে। ফলাফলের হিসেবে সাবেক আফ্রিকান এই কোচের পালাই ভারী স্মরণ করিয়ে দিলেন পাপন।

বিসিবি সভাপতি যেমনটা বলেছেন, 'পারফরম্যান্স যদি দেখেন, তাহলে ডমিঙ্গোর সময় অনেক রেকর্ড হয়েছে। হাথুরুসিংহের সময় আমরা ঘরের মাঠে জেতা শুরু করেছিলাম। ডমিঙ্গোর সময় বাংলাদেশ দেশের বাইরে জেতা শুরু করেছে। আর দেশের মাটিতে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়াকেও হারিয়েছে দল। ফলাফল চিন্তা করলে তো তাঁর পাল্লাটা ভারী। আমরা তাঁর পারফরম্যান্সে খুশি।'

নতুন করে লং টার্ম পরিকল্পনা নিয়ে এগোনোর কথা জানিয়ে পাপন বলেন, 'আমরা কোনো ব্যক্তিকে নিয়ে ভাবছি না। আমরা একটা পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। শর্ট টার্ম নয়, লং টার্ম পরিকল্পনা নিয়ে এগোচ্ছি, তিন-চার বছরের পরিকল্পনা। এটার জন্য যদি পরিবর্তন দরকার হয়, তাহলে পরিবর্তন আসবে।'

পাপন আরো যোগ করেন, 'যে পরিমাণ খেলা, কোচ তো লাগবেই। আমরা এখন শুধু সিরিজের সময় কোচদের পাচ্ছি। আমাদের এটা নিয়ে পরিকল্পনা আছে। সেটা শিগগিরই জানতে পারবেন।'

এসএইচ