রফিকদের সামনে বড় লক্ষ্য দিল শ্রীলঙ্কা লেজেন্ডস
আগের দুই ম্যাচেই বাংলাদেশ লেজেন্ডস হেরেছে বড় ব্যবধানে। রোড সেফটি টুর্নামেন্টের তৃতীয় ম্যাচের প্রথম ইনিংস শেষেও খুব একটা স্বস্তিতে নেই মোহাম্মদ রফিকের নেতৃত্বাধীন দল। বাংলাদেশের সামনে নির্ধারিত ২০ ওভার শেষে ১৮১ রানের বিশাল লক্ষ্য দিয়েছে শ্রীলঙ্কা লেজেন্ডস।
রায়পুরে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন লঙ্কান লেজেন্ডসের অধিনায়ক তিলকারাত্মে দিলশান। তাকে ফিরিয়েই বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন রাজিন সালেহ। দলীয় রান যখন ৩৭, তখন দিলশান রাজিনের বলে আউট হন ৬ চারে ২৩ বলে ৩৩ রান করে।
বিজ্ঞাপন
তার আগেই ১১ বলে ৪ রান করে রিটায়ার্ড হার্ড হয়ে সাজঘরে ফেরেন সানাথ জয়সুরিয়া। লঙ্কানদের ইনিংস বড় হওয়ার সবচেয়ে বেশি কৃতিত্বটা উপল থারাঙ্গার। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই মারমুখী ছিলেন তিনি।
শেষ পর্যন্ত অবশ্য সেঞ্চুরির আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হয় তাকে। শেষ বলে দুই রান নিলেই সেঞ্চুরি পূর্ণ হতো তার। কিন্তু এক রান নেওয়ায় ১১ চার ও ৫ ছক্কায় ৪৭ বলে ৯৯ রান করে অপরাজিত থাকেন থারাঙ্গা। বাংলাদেশের পক্ষে মোহাম্মদ শরীফ, রাজিন সালেহ ও মোহাম্মদ রফিক পেয়েছেন একটি করে উইকেট।
বিজ্ঞাপন
এমএইচ