দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। চলতি মাসের ৬ তারিখ শুরু হতে যাচ্ছে টুর্নামেন্ট। ইতোমধ্যে অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন ফ্র্যাঞ্চাইজি দলগুলোর ক্রিকেটাররা। দ্বিতীয় দিনের মতো আজ অনুশীলন করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তারকায় ঠাঁসা দলটিতে রয়েছেন টাইগার অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। আসন্ন বিপিএলে পাঁচ অথবা ছয় নম্বরে ব্যাট করবেন তিনি।

মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে সোমবার অনুশীলন করেছে কুমিল্লা দল। এখন পর্যন্ত বিদেশি কোনো ক্রিকেটার দলটিতে যোগ দেয়নি। জানা গেছে, বুধবার যোগ দেবেন কয়েকজন বিদেশি ক্রিকেটার। এর আগে দলীয় অনুশীলন শেষে আজ গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মোসাদ্দেক। জানিয়েছেন, এবারের বিপিএলে ব্যাটিংয়ের সঙ্গে বোলিংয়ের দায়িত্বও সামলাবেন তিনি।

যেমনটা বলছিলেন মোসাদ্দেক, ‘একজন অলরাউন্ডার হিসেবে স্যারের সাথে (কোচ সালাউদ্দিন) আমার কথা হয়েছে পাঁচে বা ছয়ে হয়তো ব্যাটিং করব। বোলিং টাও করতে হবে। এছাড়া ডিপেন্ড করে দলের পরিস্থিতি কি, ম্যাচের পরিস্থিতি কি, কোন দিকে যাচ্ছে। সবকিছু মিলিয়ে নিজের এখনও কোনো গোল সেট করার অপশন নেই। যেহেতু টি-টোয়েন্টি ক্রিকেট বা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, টিম যেভাবে চাইবে ঐভাবে খেলার চেষ্টা করব।’

বিপিএলের ৮ আসরের মধ্যে কুমিল্লা শিরোপার স্বাদ পেয়েছে ৩ বার। এ কারণে দলটির প্রাকটিস কিটে দেখা গেছে থ্রি স্টার প্রতীক। টিম ম্যানেজমেন্টের আশা এবার আরো একটি স্টার বাড়বে। অলরাউন্ডার মোসাদ্দেক মতে, সেটা বাস্তবায়ন করতে গেলে অতিরিক্ত চেষ্টা করতে হবে।

এ প্রসঙ্গে মোসাদ্দেক বলেন, ‘আমাদের দলের সবার আশা আরেকটা স্টার বাড়ানোর। সুতরাং এদিক থেকে তো একটা মানসিক প্রেশার আছেই। আরেকটা স্টার যদি বাড়াতে চান তাহলে সে জায়গাতে অবশ্যই একটু অতিরিক্ত চেষ্টা করা লাগবে। আমরা সবাই মোটামুটি সেটার জন্য প্রস্তুত ইনশাআল্লাহ। বাকিটা মাঠে খেলে আমরা চেষ্টা করব।’

এসএইচ/এনইআর/এটি