বিপিএলের চট্টগ্রাম পর্বের প্রথম দিন চলছে। রান বন্যার প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ২৬ রানে হারিয়েছে ফরচুন বরিশাল। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্স। জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামের ম্যাচে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন খুলনার অধিনায়ক ইয়াসির আলী।

মাঝারি শক্তির দল বানিয়ে টুর্নামেন্টে এখন পর্যন্ত টুর্নামেন্টে একটিও জয়ের দেখা পায়নি খুলনা। অন্যদিকে রংপুর দুই ম্যাচে জয় পেয়েছে একটিতে। তাই নিশ্চিতভাবেই দুদলের লক্ষ্য থাকবে এই ম্যাচ জিতে গুরুত্বপূর্ণ দুটি পয়েন্ট যোগ করা। 

খুলনা টাইগার্স একাদশ-

তামিম ইকবাল, শারজিল খান, হাবিবুর রহমান, আজম খান, ইয়াসির আলী (অধিনায়ক), সাব্বির রহমান, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ সাইফুদ্দিন, আমাদ বাট, নাহিদুল ইসলাম, নাসুম আহমেদ।

রংপুর রাইডার্স একাদশ-

মোহাম্মদ নাইম, রনি তালুকদার, সাইম আইয়ুব, মেহেদী হাসান, শোয়েব মালিক, শামীম হোসেন, নুরুল হাসান (অধিনায়ক), আজমতুল্লাহ ওমরজাই, রবিউল হক, হাসান মাহমুদ, রকিবুল হাসান।