আসন্ন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) জন্য চূড়ান্ত হয়ে গেল অংশগ্রহণকারী সব দলগুলোর স্কোয়াড। বুধবার মিনি ড্রাফটের মাধ্যমে আসরের ৬ দল বেছে নিয়েছে তাদের বদলি ও সাপ্লিমেন্টারি সব খেলোয়াড়দের। নতুন করে দল পেয়েছেন কাইরন পোলার্ড, হারিস সোহেল, স্যাম বিলিংস, বেন কাটিংদের মতো খেলোয়াড়রা।

পিসিবি ও পিএসএল কর্তৃপক্ষ প্রতিটি দলকে দুইজন করে পরিপূরক খেলোয়াড় যোগ করার পাশাপাশি বদলি খেলোয়াড় নেওয়ারও অনুমতি দেয়। এছাড়া সর্বাধিক একজন বিদেশি খেলোয়াড়ের অনুমতি দেওয়া হয়েছিল।

পিএসএলের সাপ্লিমেন্টারি ও রিপ্লেসমেন্টের মাধ্যমে কে কোন দলে :

পেশোয়ার জালমিতে সাপ্লিমেন্টারি হিসেবে খুররম শাহজাদ ও হারিস সোহেল এবং রিপ্লেসমেন্ট হিসেবে রিচার্ড গ্লিসন।

লাহোর কালান্দার্সে সাপ্লিমেন্টারি হিসেবে আহসান ভাট্টি এবং রিপ্লেসমেন্ট হিসেবে স্যাম বিলিংস, শেন ড্যাডসওয়েল ও কুসল মেন্ডিস।

ইসলামাবাদ ইউনাইটেডে সাপ্লিমেন্টারি হিসেবে টম কুরান ও জাফর গোহর এবং রিপ্লেসমেন্ট হিসেবে গাস অ্যাটকিনসন ও টাইমাল মিলস।

করাচি কিংসে সাপ্লিমেন্টারি হিসেবে বেন কাটিং ও মুসা খান এবং রিপ্লেসমেন্ট হিসেবে ফয়সাল আকরাম।

কোয়েটা গ্ল্যাডিয়েটর্সে সাপ্লিমেন্টারি হিসেবে কায়েস আহমেদ ও সৌদ শাকিল। রিপ্লেসমেন্ট হিসেবে ডোয়াইন প্রিটোরিয়াস, উইল জ্যাকস ও নুয়ান থুশারা।

মুলতান সুলতানসে সাপ্লিমেন্টারি হিসেবে কাইরন পোলার্ড ও আমাদ বাট আর রিপ্লেসমেন্ট হিসেবে ওয়েন পার্নেল ও ইজহারুল হক নাভিদ।

এসএইচ/ওএফ