এবারের বিপিএলে সিলেট পর্ব শুরু হওয়ার আগেই শীর্ষস্থানে ছিল সিলেট স্ট্রাইকার্স। তবে নিজেদের মাঠে প্রথম ম্যাচে এসেই ধাক্কা খায় দলটি। ধাক্কা কাটাতে বেশি সময় লাগেনি মাশরাফি বিন মর্তুজার দলের। হারের পর টানা দুই ম্যাচে জয় তুলে নিয়ে শীর্ষস্থান আরও পাকাপোক্ত করল মাশরাফি-মুশফিকদের সিলেট।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সোমবার দিনের দ্বিতীয় ম্যাচে খুলনাকে ৩১ রানে হারিয়েছে সিলেট স্ট্রাইকার্স। শুরুতে ব্যাট করে খুলনাকে ১৯৩ রানের লক্ষ্য দেয় সিলেট। লক্ষ্য তাড়ায় নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ১৬১ রানে থামে ইয়াসির আলীর খুলনা।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য খুব ভালো হয়নি সিলেটের। আগের ম্যাচের নায়ক নাজমুল হোসেন শান্ত ফেরেন ৬ রানে। তবে সেটাকে বড়সড় কোনো সমস্যা হয়ে উঠতে দেননি তৌহিদ হৃদয় এবং জাকির হাসান। দুজনে মিলে গড়েন ১১৪ রানের জুটি। 

অর্ধশতক তুলে নিয়ে ৭৪ রানে নাহিদ রানার বলে ফেরেন হৃদয়। ৩৬ বলে অর্ধশতক তুলে নিয়ে জাকিরও পারেননি বেশিক্ষণ ক্রিজে থাকতে। ৫৩ রান করে ফিরেছেন নাহিদুলের বলে বোল্ড হয়ে। ব্যাট হাতে এদিনও রানের দেখা পাননি মুশফিকুর রহিম, আউট হয়েছেন ৭ রান করে।    

শেষ দিকে রায়ান বার্ল এবং থিসারা পেরেরার ঝোড়ো ব্যাটিংয়ে ১৯২ রানের বড় সংগ্রহ পায় সিলেট দল। বার্ল ২১ রানে এবং পেরেরা ১৭ রানে অপরাজিত থাকেন।

জবাবে ব্যাট করতে নেমে ২০ রানের মধ্যেই দুই ওপেনারকে হারায় খুলনা। ২২ বলে ৩৩ রান করা শাই হোপ ফিরেছেন রাজার বলে ক্যাচ হয়ে। আজম খানও পেয়েছিলেন ভালো শুরু। তবে ৩৩ রানে ফেরেন ইমাদের শিকার হয়ে। এরপর কেউই আর বড় ইনিংস খেলতে না পারায় ১৬১ রানে থামে খুলনা।

এনইআর