বাংলাদেশ দলের তারকা পেসার রুবেল হোসেন অনেকদিন ধরেই নিজেকে হারিয়ে খুঁজছেন। সবশেষ জাতীয় দলের হয়ে ক্রিকেট ম্যাচ খেলেছেন ২০২১ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। এরপর বিভিন্ন সময়ে দলে থাকলেও আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি তাকে। এর মধ্যে হানা দিয়েছে ব্যাক-পেইন ইনজুরিও। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) অবশ্য রুবেল সুযোগ পাচ্ছেন না খুব একটা।

তবে সোমবার (৩০ জানুয়ারি) সিলেট স্ট্রাইকার্সের হয়ে খুলনা টাইগার্সের বিপক্ষে বল হাতে তুলে নিয়েছেন ৪ উইকেট। এর মধ্য দিয়ে সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিপিএলে শততম উইকেটের দেখা পেলেন রুবেল। ম্যাচ শেষে দলের প্রতিনিধি হয়ে রুবেল এসেছিলেন সংবাদ সম্মেলনে, জানালেন নিজের সঙ্গে তার চ্যালেঞ্জ।

রুবেল বলছিলেন, ‘চ্যালেঞ্জিং আসলে... এদের সঙ্গে আমার কোনো চ্যালেঞ্জ নেই। নিজের সঙ্গেই আমার চ্যালেঞ্জ, আমি জানি আল্লাহ আমাকে কতটুকু সক্ষমতা দিয়েছেন। আমি যদি ফিট থাকি, তাহলে আমি মনে করি যেকোনো পর্যায়ে খেলতে পারব।’

চলমান বিপিএলে তরুণ ক্রিকেটারদের পারফর্ম্যান্স নিয়ে রুবেল বলেন, ‘আমাদের দেশে অনেক তরুণ ক্রিকেটার আছে, তারা খুবই প্রমেজিং। আমার কাছে মনে হয় তারা খুবই প্রতিভাবান, দেখছি সবাই খুবই জোরে বল করে। এটা আমাদের দেশের জন্য খুবই ভালো। আমি বিশ্বাস করি তারা জাতীয় দলকে লম্বা সময় সার্ভিস দেবে।’

তবে রুবেলের মনে সংশয় রয়েছে বিপিএলের বোলিং স্পিডমিটার নিয়ে, ‘এটা ভালো (গতিতে বল করা)। আমি জানি না আসলে এই মিটারটা পুরোপুরি ঠিক আছে কি না... তারপরও একটা নতুন পেস বোলার যখন দেখে তার বলের স্পিড ১৪৫ কিলোমিটার। তার ভেতরে কিন্তু অনেক ভালো লাগা কাজ করে। কীভাবে আরও স্পিড বাড়ানো যায়। নিজের ভেতর আত্মবিশ্বাস... আমার কাছে মনে হয় খুবই ভালো লাগা কাজ করে।’

এসএইচ/এসএসএইচ/